সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলের ক্ষেত্রে বিষয়টা ‘কমন’। কিন্তু সেই ‘কমন’ বিষয়টা যদি এবার ক্রিকেটেও ফেরে? তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। এ ব্যাপারে আলোচনাও শুরু হয়ে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অন্দরে।
অতীতে বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থা যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি আয়োজন করত। যদিও প্রতিযোগিতা ঘিরে তেমন উৎসাহ না থাকায় ২০১৪ সালে বন্ধ হয়ে গিয়েছিল টুর্নামেন্টটি। এখন জানা গিয়েছে, প্রায় এক যুগ পর নাকি এই প্রতিযোগিতা আবার ফেরানোর কথা ভাবা হচ্ছে।
একেবারে খোলনলচে বদলে নতুন পোশাকে ফিরতে পারে বিশ্ব ক্লাব ক্রিকেটের প্রতিযোগিতাটি। ইসিবি মুখ্য কর্তা রিচার্ড গুল্ডে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, “গোটা বিষয়টা এখনও পর্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে।”
উল্লেখ্য, ২০০৯ সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি এবং ফ্রান্সের লিগ থেকে বেশিরভাগ ক্লাব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। তেমনই আইপিএল থেকে তিন-চারটি ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলত। তবে, এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের মধ্যে তেমন একটা উৎসাহ লক্ষ্য করা যায়নি। সেই কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে এই টুর্নামেন্ট শুরু করতে গেলে জনপ্রিয়তার দিকে সবার আগে নজর দিতে হবে। গোটা বিশ্বব্যাপী প্রচার এবং প্রসারের দিকেও আলোকপাত করে প্রথম থেকে এগিয়ে যেতে পারলে তবেই ক্রিকেটের ক্লাব বিশ্বকাপে সাফল্য আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.