সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার শুরু ভারত-অস্ট্রেলিয়া ব্লকবাস্টার ওয়ানডে সিরিজ। সেখানে নেতৃত্ব দেবেন শুভমান গিল। কিন্তু সবার নজরে বিরাট কোহলি, রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাঁরা প্রথমবার মাঠে নামতে চলেছেন। দুই তারকাকে নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু আদৌ কি মাঠে ফেরা হবে কি তাঁদের? প্রশ্ন তুলছে পারথের আবহাওয়া।
পূর্বাভাস হল, প্রথম ওয়ানডে’তে মাঝেমাঝেই ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। আশঙ্কার কথা শোনালেন আবহবিদরা। খেলার আগেই শুরু হয়ে যেতে পারে বৃষ্টি। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর বৃষ্টির সম্ভাবনা ৩৫ শতাংশ। এমনকী খেলা শুরুর পরেও বৃষ্টি চলতে পারে। আবহাওয়ার এমন খামখেয়ালিপনার খবর পেয়ে দর্শকদের কার্যত মুখভার।
আবহাওয়া কি পিচের চরিত্রে কোনও পরিবর্তন করতে পারে? এমনিতে মেঘলা আকাশ পেস বোলিংয়ের সহায়ক হয়। পেসাররা এমন পরিবেশে বাড়তি সুইং আদায় করতে পারেন। সেই কারণে দুই শিবিরই আবহাওয়ার কথা ভেবে তাঁদের স্ট্র্যাটেজি তৈরি করবেন বলে মনে করছে ক্রিকেটমহল। প্রসঙ্গত, পারথের এই স্টেডিয়ামটি নতুন। এখনও পর্যন্ত তিনটি ওয়ানডে হয়েছে এখানে। পরিসংখ্যান হল, পরে ব্যাট করা দল দু’টি ম্যাচে জয় পেয়েছে।
তাছাড়াও ঐতিহ্যগতভাবে এই পিচ ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য। এখানকার গতি এবং বাউন্স ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। এখানে প্রথম ইনিংসের গড় রান মাত্র ১৮৩। যেখানে সর্বোচ্চ ১৫৩ রান তাড়া করে জিতেছে কোনও দল। সেই কারণে ব্যাটারদের সতর্ক হয়ে নামতে হবে পারথের ২২ গজে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.