সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার (Brian Lara) ৪০০ রান, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ‘অমর’। সেই অমর রেকর্ডের মিথ ভেঙে দেওয়ার হাতছানি ছিল দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক উইয়ান মুল্ডারের (Wiaan Mulder) সামনে। কিন্তু বিরল এই নজির তৈরির লক্ষ্যে ছোটেননি তিনি। জানিয়েছেন, টেস্টে চারশো রানের নজিরটা ব্রায়ান লারার মতো কিংবন্তির নামের পাশেই মানায়। তাঁর পরে নিজের নাম দেখেই খুশি হবেন মুল্ডার। এবার লারাকে এই প্রসঙ্গে বলতে শোনা গিয়েছে। জানা গিয়েছে, মুল্ডারকে ফোন করেছেন স্বয়ং ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের আগে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন মুল্ডার। সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার। মাত্র ৩৪ রানে দূরে ছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু সকলকে চমকে দিয়ে হঠাৎ ইনিংস ডিক্লেয়ার করে দেন মুল্ডার। এই ঘটনার কয়েকদিন পর সুপারস্পোর্টকে সাক্ষাৎকার দিয়েছেন মুল্ডার। সেখানে তিনি বলেন, “লারার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছিলেন, ‘আমি তো আমার ইতিহাস গড়েছি। তোমারও উচিত ছিল এগিয়ে যাওয়া। রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়।’ লারা চান, আমি যেন ভবিষ্যতেও লারার রেকর্ড ভাঙার সুযোগ পাই। এমন পরিস্থিতিতে আবার পড়লে আমি যেন তাঁর রেকর্ড ভেঙে দিই।”
এরপরেও নিজের সিদ্ধান্তকে ঠিক বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মুল্ডারের কথায়, “এটা তাঁর (লারা) দিক থেকে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ। যদিও আমার বিশ্বাস, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। খেলেটাকে সম্মান করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” টেস্টে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান, যা ম্যাথু হেডেন (৩৮০) এবং ব্রায়ান লারা (৩৭৫)-র রয়েছে, সেটাও টপকাননি মুল্ডার। কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে।
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে মুল্ডার জানিয়েছিলেন, লারার কৃতিত্ব অক্ষুণ্ণ রাখতে চেয়েই ডিক্লেয়ার করেছেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার পরে মুল্ডার বলেন, “লাঞ্চের সময়ে শুক্সের (দক্ষিণ আফ্রিকার হেডকোচ শুকরি কনরাড) সঙ্গে কথা বলছিলাম। তখনই উনি বলেন, বড় রানের নজিরগুলো কিংবদন্তিদের নামের পাশেই থাকা উচিত। আমি জানি না আমার ভাগ্যে কী রয়েছে। অদৃষ্ট আমার জন্য কী রেখেছে। তবে আমার মনে ব্রায়ান লারার রেকর্ড এখন যেমন রয়েছে তেমনি থাকা উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.