Advertisement
Advertisement
Asia Cup 2025

এশিয়া কাপে ভারত-পাক যুদ্ধে বাংলাদেশি আম্পায়ার, ঘোষণা এসিসি’র

এশিয়া কাপের আম্পায়ারদের তালিকা প্রকাশ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের।

Who are the umpires for India vs Pakistan match for Asia Cup 2025

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:September 8, 2025 5:47 pm
  • Updated:September 8, 2025 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুদিনের অপেক্ষা। ১৪ সেপ্টেম্বর সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও কাণ্ডের পর দুই দেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে উন্মাদনা বাড়ছে। কিন্তু ওই ম্যাচে আম্পায়ারের ভূমিকায় থাকবেন কারা? সেটা জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

Advertisement

এশিয়া কাপে ম্যাচ রেফারি থাকবেন রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফট। আর ভারত পাকিস্তান ম্যাচে আম্পায়ার হবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে এবং বাংলাদেশের মাসুদুর রহমান। এই ম্যাচের ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রফট। সব মিলিয়ে মোট ১০জন আম্পায়ারকে এশিয়া কাপের জন্য নির্বাচন করা হয়েছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকা, পাঁচটি দেশ থেকে দু’জন করে আম্পায়ার থাকছেন। ভারত থেকে আছেন বীরেন্দ্র সিং ও রোহন পণ্ডিত। পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সল আফ্রিদি এবং বাংলাদেশের গাজি সোহেল ও মাসুদুর রহমান আম্পায়ারিং করবেন।

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-হংকং। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই মহা মোকাবিলায় আম্পায়ার ছিলেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। দুবাইয়ে সেই ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন মাইকেল গঘ। অন্যদিকে চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও ম্যাচ রেফারি ছিলেন ডেভিড বুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement