সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের পরেই নয়া লড়াই টিম ইন্ডিয়ার সামনে। ২ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। মুখোমুখি হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এটাই টিম ইন্ডিয়ার প্রথম হোম সিরিজ। আসন্ন টেস্ট সিরিজে কি দল নির্বাচনে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে নির্বাচকরা? জানা যাবে আর ক’টা দিন পর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দল ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর অনলাইনে একটি বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হবে।” মাস খানেক আগে শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ অমীমাংসিত রেখে দেশে ফিরেছে ভারত। অনবদ্য ফর্মে ছিলেন গিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে কয়েকটি প্রশ্ন উঠে আসছে। করুণ নায়ার কি সুযোগ পাবেন? ৭ বছর পর টেস্টে প্রত্যাবর্তন হয়েছিল করুণ নায়ারের। কিন্তু ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০৫ রান। এখন দেখার, নির্বাচকরা তাঁর উপর আস্থা রাখেন কি না।
ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। তিনটি টেস্টে সুযোগ পেয়েছেন। সেরা রান ৬১। তবে প্রত্যাশামতো ব্যাটিং করতে পারেননি। তিন টেস্ট মিলিয়ে ১৪০ রানের বেশি করতে পারেননি। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে তিনি সুযোগ পান কি না, সেটাও দেখার। আরও একটা প্রশ্ন, সুযোগ পাবেন সরফরাজ খান? ইংল্যান্ড সফরের দলে ছিলেন না তিনি। তবে, ভারতীয় ‘এ’ দলের হয়ে ফর্মে দেখা গিয়েছে তাঁকে। ফিটনেস নিয়েও অনেক খেটেছেন ২৭ বছরের এই ক্রিকেটার। ওজনও অনেকটা কমিয়ে ফেলেছেন। মিডল অর্ডারের হাল ধরতে তাঁর উপর আস্থা রাখবেন নির্বাচকরা? জানা যাবে আর ক’টা দিন পর।
অন্যদিকে, ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে প্রত্যাবর্তন ঘটেছে কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে তেগনারায়ণ চন্দ্রপল। দলে সুযোগ পেয়েছেন অ্যালিক আথানাজে এবং বাঁ-হাতি স্পিনার খারি পিয়ের। ভারতের বিরুদ্ধে অভিষেক হতে পারে তাঁর। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে ১৩.৫৬ গড়ে ৪১ উইকেট শিকার করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.