Advertisement
Advertisement
Shreyas Iyer

এশিয়া কাপে কি সুযোগ পাচ্ছেন শ্রেয়স আইয়ার, মিলল বড় ইঙ্গিত

তিনি শেষবার ২০২৩ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি খেলেছিলেন।

What chance does Shreyas Iyer get in the Asia Cup, big hint received

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 16, 2025 5:09 pm
  • Updated:August 16, 2025 5:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীঘ্রই ঘোষণা হবে এশিয়া কাপের জন্য ভারতীয় দল। এর আগে একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নাম কাটা যেতে পারে শ্রেয়স আইয়ারের। কেবল তাই নয়, প্রতিবেদনে আরও বলা হয়েছে শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদেরও দলে না রাখা হতে পারে।

Advertisement

গিল এবং জয়সওয়াল দু’জনেই প্রায় এক বছর আগে ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে, শ্রেয়স শেষবার ২০২৩ সালের ডিসেম্বরে এই ফরম্যাটে খেলেছিলেন। ওয়াকিবহাল মহলের ধারণা, বহুদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন না বলেই তাঁদের এশিয়া কাপে নাও দেখা যেতে পারে। তবে, কারণটা কি নিছকই তাই? 

যদিও সাম্প্রতিক সময়ে শ্রেয়স আইয়ার দুর্দান্ত ফর্মে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য ব্যাটিং করে দেশকে শিরোপা জেতানোয় বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপর আইপিএলেও নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। ১৭ ম্যাচে তাঁর রান ছিল ৬০৪। গড় ৫০। তা সত্ত্বেও এশিয়া কাপের দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে সংশয়।

শ্রেয়সের লড়াইটা মূলত সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার সঙ্গে। সেই কারণেই প্রশ্ন, শ্রেয়স যদি তিন নম্বরে ব্যাটিং করেন তাহলে সূর্যকুমার নামবেন কোথায়? একই সঙ্গে প্রশ্ন, শ্রেয়সকে পাঁচ নম্বরে নামলে তিলক বর্মার কী হবে? তবে এটুকু বলা যায়, একই দলে গিল, শ্রেয়স বা তিলককে একসঙ্গে খেলানোর কোনও সুযোগ নেই। কারণ, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং সূর্যকুমার খেলবেনই। অর্থাৎ, টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলে তাঁদের সুযোগ পেতে গেলে সবার আগে অন্যান্য ক্রিকেটারকে টপকে জায়গা পেতে হবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ