Advertisement
Advertisement
Virat Kohli and Virender Sehwag

২২ গজের লড়াইয়ে কোহলির ভাইপো-শেহওয়াগের ছেলে, দুই আর্যবীরকে নিয়ে টানাটানি ফ্র্যাঞ্চাইজি লিগে!

দুই কিংবদন্তির পরিবারের সদস্যরা এবার ক্রিকেট ময়দানে।

Virender Sehwag's son, Virat Kohli's nephew, both named Aaryaveer in competition for Delhi Premier League
Published by: Arpan Das
  • Posted:July 1, 2025 12:27 pm
  • Updated:July 1, 2025 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা একসময়ে সতীর্থ ছিলেন, দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এবার কি ক্রিকেট মাঠে মুখোমুখি হবেন দু’জন? দিল্লি প্রিমিয়ার লিগে খেলবে কোহলি ও শেহওয়াগ। না, বিরাট কোহলি আর বীরেন্দ্র শেহওয়াগ নন। কিন্তু তাঁদেরই উত্তরসূরি। একজন বিরাটের ভাইপো, অন্য একজন বীরেন্দ্রর পুত্র। আর কাকতালীয় বিষয় হল, দুজনের নামই আর্যবীর।

আগামী ৫ জুলাই দিল্লি প্রিমিয়ার লিগের নিলাম। বিরাট কোহলির ছোটভাই বিকাশের ১৫ বছর বয়সি পুত্র আর্যবীরের নাম আছে নিলামে। অন্যদিকে ড্রাফটে আছে বীরেন্দ্র শেহওয়াগের ১৭ বছর বয়সি পুত্র আর্যবীরও। সে আছে বি বিভাগে। এর সঙ্গে শেহওয়াগের আরেক পুত্র বেদান্তকেও ওই বিভাগে রাখা হয়েছে। ১৫ বছর বয়সি বেদান্ত অফ স্পিনার। দিল্লির অনূর্ধ্ব-১৬ দলেও খেলেছে সে।

শেহওয়াগের বড় ছেলের আর্যবীরের নাম অবশ্য ইতিমধ্যেই চর্চিত। দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল। আর আর্যবীর কোহলি লেগ স্পিনার। কোহলির কোচ রাজকুমার শর্মার অধীনেই তার প্রশিক্ষণ চলছে। তাকে রাখা হয়েছে সি বিভাগে। গত বছর দিল্লির অনূর্ধ্ব-১৬ দলেও ছিল সে।

২০২৪ থেকে শুরু হয়েছে দিল্লি প্রিমিয়ার লিগ। যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগকে। গত বছর ডিপিএলে সাউথ দিল্লি সুপারস্টার্স, ইস্ট দিল্লি রাইডার্স, সেন্ট্রাল দিল্লি কিংস, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, ওয়েস্ট দিল্লি লায়ন্স এবং পুরানি দিল্লি সিক্স দল ছিল। এবার তাতে যুক্ত হয়েছে আরও দুটি দল- আউটার দিল্লি এবং নয়াদিল্লি। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ দিল্লি সুপারস্টার্স। ঈশান্ত শর্মা, ঋষভ পন্থ, দিগ্বেশ রাঠির মতো ক্রিকেটাররা তাতে অংশ নিয়েছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement