Advertisement
Advertisement
Virat Kohli

রনজির প্রস্তুতি শুরু বিরাটের, প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচের অধীনে অনুশীলন কিং কোহলির

বিরাট আদৌ রনজি ট্রফিতে নামবেন কিনা সংশয় ছিল।

Virat Kohli spotted training with former India batting coach in Mumbai
Published by: Subhajit Mandal
  • Posted:January 26, 2025 11:08 am
  • Updated:January 26, 2025 11:08 am   

স্টাফ রিপোর্টার: আগামী ৩০ জানুয়ারি থেকে রনজি ট্রফির ম্যাচে নামতে চলেছেন বিরাট কোহলি। এক যুগ পর ঘরোয়া ক্রিকেটে ফের খেলতে দেখা যাবে তাঁকে। এবং সে লক্ষ্যে নিজের প্রস্তুতিও শুরু করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে।

Advertisement

শনিবারই তাঁর অধীনে মুম্বইয়ে রনজি প্রত্যাবর্তনের ট্রেনিং শুরু করে দেন বিরাট। অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর ভারতীয় বোর্ড জাতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। বিরাট ঘাড়ের চোটের কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির জার্সিতে নামতে পারেননি। কিন্তু পরের ম্যাচে খেলবেন।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই মর্মে নির্দেশিকা জারি করে বিসিসিআই। সাফ জানিয়ে দেওয়া হয়, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে নামতে হবে। সেই নির্দেশ মেনে অধিনায়ক রোহিত শর্মা ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে নেমেছেন। রোহিতের সেই প্রত্যাবর্তন সুখের হয়নি। সেই ম্যাচে হারতে হয়েছে তাঁকে।

রোহিত নামলেও বিরাট আদৌ নামবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। কারণ, এর মাঝে ঘাড়ে চোট পান বিরাট। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে খবর, ঘাড় মচকে গিয়েছে বিরাটের। সেই যন্ত্রণা কমানোর জন্য ইনজেকশন নিতে হয়েছে তাঁকে। যে কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামেননি তিনি। তবে পরের ম্যাচে যে তিনি নামছেন সেটা জানিয়ে দিয়েছেন। সেই ম্যাচের জন্য অনুশীলনও শুরু করেছেন। ফর্মে ফিরতে তাঁর ভরসা প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। মুম্বইয়ে বাঙ্গারেরে অধীনেই অনুশীলন করছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ