সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য সদ্য অস্ট্রেলিয়ায় পা রেখেছে টিম ইন্ডিয়া। ফ্লাইট কয়েক ঘণ্টা দেরিতে নামায় বৃহস্পতিবার ভোররাতে শুভমান গিলরা পা রেখেছেন অস্ট্রেলিয়ায়। আর অজিভুমে পা রেখেই সোশাল মিডিয়ায় একপ্রকার বিস্ফোরণ ঘটিয়ে দিলেন বিরাট কোহলি। তাঁর ছোট্ট অথচ ইঙ্গিতপূর্ণ পোস্ট এখন হাজার হাজার ক্রিকেটপ্রেমীর মধ্যে মূল চর্চার বিষয়।
সোশাল মিডিয়ায় বিরাট লিখলেন, “তুমি সত্যি সত্যি তখনই ব্যর্থ হবে, যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে।” কোহলির পোস্টের সারমর্ম দাঁড়ায়, ঘুরে দাঁড়ানোর আশা ছেড়ে দেওয়ার অর্থ, তুমি ব্যর্থ। এমনিতে বিরাট বিজ্ঞাপন ছাড়া ইদানিং সোশাল মিডিয়ায় পোস্ট করেন না। পোস্ট করলেও কোনও নিজের বা পরিবারের ছবি বা ভিডিও পোস্ট করেন। এই ধরনের দার্শনিকসুলভ ‘নীতিবাক্য’ তো আদৌ দেখা যায় না তাঁর সোশাল হ্যান্ডেলে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ঠিক কেন এই পোস্ট করলেন কোহলি।
টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ঘরোয়া ক্রিকেটে সেভাবে খেলেন না। শোনা যাচ্ছে, আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে চুক্তি নবীকরণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাখ্যান করেছেন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়ে’র তকমা ধীরে সরে যাচ্ছে তাঁর উপর থেকে। ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলে ওয়ানডেকেও বিদায় জানাবেন ভারতীয় ক্রিকেটের ‘কিং’। সোশাল মিডিয়ায় আশা ছেড়ে দেওয়ার কথা বলে কি সেই জল্পনাতেই একপ্রকার সিলমোহর দিলেন বিরাট?
The only time you truly fail, is when you decide to give up.
— Virat Kohli (@imVkohli)
অবশ্য অন্য তত্ত্বও আছে। শোনা যাচ্ছে, বিরাট ২০২৭ বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু দীনেশ কার্তিক বুধবারও বলেছেন, সাতাশের বিশ্বকাপ খেলার জন্য মরিয়া হয়ে প্রস্তুতি নিচ্ছেন কোহলি। লন্ডনে টানা ছুটির মধ্যেও নিয়মিত অনুশীলন করছেন। কিন্তু ভারতীয় বোর্ড কি বিশ্বকাপের পরিকল্পনায় আদৌ তাঁকে রেখেছে? সেটাও বড় প্রশ্ন। সম্ভবত, অস্ট্রেলিয়া সফরেই বিরাট এবং রোহিত শর্মার অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় নামার আগেই এই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে গেলেন কোহলি। অবশ্য ওই পোস্ট স্রেফ বিজ্ঞাপনী চমকও হতে পারে। সত্যিটা জানার জন্য আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.