সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলল ক্রিকেট কেবল কতিপয় দেশের মধ্যেই সীমাবদ্ধ! কে বলল, হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বাকি দেশগুলো ক্রিকেটের নাম পর্যন্ত শোনেনি। ১২৮ বছর পরে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে। আর ক্রিকেটের এই অন্তর্ভুক্তির পিছনে রয়েছেন এক মহাতারকা। তাঁর নাম বিরাট কোহলি (Virat Kohli)। কোহলিয়ানায় মুগ্ধ গোটা বিশ্ব। খেলার মাঠের প্রতিটি ঘাস মনে রেখেছে কোহলি-রূপকথা। ছড়িয়ে পড়েছে তা বিশ্বের সর্বত্র। সেই কারণেই অলিম্পিক কমিটিও কুর্নিশ জানাল কোহলির প্রভাবকে।
সোশাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তার ধারেপাশে নেই অন্য তারকারা। লেব্রন জেমস, টম ব্র্যাডি, টাইগার উডসরাও কোহলির পিছনে। ভারতের ক্রিকেট আইকনকে ফলো করেন ৩৪০ মিলিয়ন অনুসরণকারী। সেই কারণেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের স্পোর্টস ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানি কোহলিয়ানার কথা ঘোষণা করেছেন।
! ✍️
The Face and the Brand, not just for RCB or Team India, but for Cricket as a sport too!
Sports Director at explains why it’s a win-win to have Cricket at the .
— Royal Challengers Bangalore (@RCBTweets)
২৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান, ৭৭টি সেঞ্চুরির মালিক কোহলি। এছাড়া ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে খেলার মাঠে দুর্দান্ত সব মুহূর্তের জন্ম দিয়েছেন কোহলি। তিনি এখন আর কেবল ভারতের ক্রিকেট আইকন নন। কোহলি খেলাটারই মুখ এবং ব্র্যান্ডে পর্যবসিত হয়েছেন। সেকথা ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.