Advertisement
Advertisement
Virat Kohli

বিরাট প্রত্যাবর্তনের প্রস্তুতি! লর্ডসে কঠোর অনুশীলনে কোহলি

অনুশীলনের পর ভক্তের সঙ্গে ছবিও তোলেন তিনি।

Virat Kohli in intensive training at Lord's
Published by: Prasenjit Dutta
  • Posted:August 23, 2025 4:57 pm
  • Updated:August 23, 2025 4:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। তবে ওয়ানডে খেলবেন। একদিনের ক্রিকেটে তাঁকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছেন সমর্থকরা। অক্টোবরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে খেলবেন বিরাট। সেই ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য এখন লর্ডসে কঠোর অনুশীলনে ব্যস্ত তিনি। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

এই মুহূর্তে ক্রিকেট থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন কোহলি। কিন্তু বেশি দিন তো আর দূরে থাকা যাবে না। মাস দুই পরেই অজিভূমি কঠিন সিরিজে নেমে পড়তে হবে তাঁকে। সেই কারণে নিজেকে প্রস্তুত রাখতে অনুশীলনে ফাঁকি দিতে চাইছেন না। নিজেকে ফিট রাখতে নিয়মিত অনুশীলনে ডুবে থাকেন তিনি। আর এর ফাঁকে এক ভক্তের সঙ্গে ছবিও তুলেছেন টিম ইন্ডিয়ার এই মহাতারকা।

সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল, অস্ট্রেলিয়া সফরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু এই দুই মহাতারকার উপর যে কোনওরকম চাপ তৈরি করেনি বোর্ড, সে কথা স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। বরং, দুই মহাতারকার অবসর জল্পনায় বিসিসিআই যে বেশ বিরক্ত সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

এই আবহে এক ভক্ত কোহলির সঙ্গে ছবি তুলে এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, ‘বিরাট প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কোহলি।’ এর থেকেই বোঝা যাচ্ছে, বিরাটকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর থেকে শুরু ওয়ানডে সিরিজ। বাকি দু’টি ম্যাচ যথাক্রমে ২৩ এবং ২৫ অক্টোবর। এই সিরিজে কোহলির ‘বিরাট’ ফর্ম নিয়ে আশাবাদী তাঁর ভক্তরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ