Advertisement
Advertisement
Virat Kohli

বিরাটের ওয়ার্ক এথিক্সের প্রশংসা করে কাদের দিকে আঙুল তুলে দিলেন রোহিত?

ফিটনেসের শীর্ষে থাকা বিরাটে মজে রোহিত।

Virat Kohli has never been to NCA for fitness issues, says Rohit Sharma। Sangbad Pratidin

ফের একবার বিরাটের পাশে দাঁড়ালেন রোহিত। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 29, 2024 1:53 pm
  • Updated:January 29, 2024 1:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকার ইগো ফাইট নিয়ে অনেক শব্দ খরচ হয়েছিল। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) দুজনেই তাঁদের মধ্যে তৈরি হওয়া দূরত্বের ব্যাপারটা সোজা ব্যাটে উড়িয়ে দিয়েছেন। আর এবার কিং কোহলিকে নিয়ে আরও বড় মন্তব্য করলেন হিটম্যান।

Advertisement

দলের চোটপ্রবণ ক্রিকেটারদের দিকে আঙুল তুলে, বিরাটের ফিটনেস এবং ওয়ার্ক এথিক্সের প্রশংসা করলেন দলের অধিনায়ক। রোহিতের দাবি, বিরাট কোনওদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) পা রাখেননি।

[আরও পড়ুন: আরও কত বছর চেন্নাইতে খেলবেন ধোনি? চলে এল বড় আপডেট]

কয়েক দিন আগে দীনেশ কার্তিককে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রোহিত। সেখানে বিরাটের ফিটনেসের প্রসঙ্গ এসেছিল। রোহিতের জবাব ছিল, “চোট বাঁচিয়ে কীভাবে ফিট থেকে বছরের পর বছর ধরে খেলতে হয়, সেটা বিরাটকে দেখে বাকিদের শেখা উচিত। বিরাট ওর কেরিয়ারে কোনও দিন এনসিএ-তে যায়নি।”

হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল, জশপ্রীত বুমরাহের পাশাপাশি দীপক চাহার, মহম্মদ শামি। চোট পেয়ে এনসিএ-তে যাওয়া ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হতেই চলেছিল। একাধিক ম্যাচ উইনার খেলতে পারেননি। ফলে সমস্যায় ভুগেছিলেন রোহিত। আর তাই বিরাটের উদাহরণ টেনে এনে অন্য সতীর্থদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন রোহিত।

[আরও পড়ুন: খারাপ ফর্ম অব্যাহত, বিরাট দলে ফিরলেই কি ছাঁটাই শুভমান? জল্পনা তুঙ্গে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ