Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

স্ত্রীর জন্মদিনে লাস্যময়ী তরুণীর ছবিতে ‘লাভ’ কোহলির, বিপাকে পড়ে দোষ দিলেন কাকে?

কোহলির 'অজুহাত' নিয়েও অবশ্য চর্চা শুরু নেটদুনিয়ায়।

Virat Kohli clarifies his like on one of Avneet Kaur's posts

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:May 2, 2025 8:26 pm
  • Updated:May 2, 2025 8:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মাঝে আচমকাই হইচই বিরাট কোহলিকে নিয়ে। না, ক্রিকেট সংক্রান্ত বিষয়ে নয়। হঠাৎই চর্চা শুরু হল সোশাল মিডিয়ায় তাঁর কর্মকাণ্ড নিয়ে। যে কারণে রীতিমতো ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানাতে বাধ্য হলেন, যা করেছেন, সেটা তিনি ইচ্ছাকৃত করেননি। কিন্তু কী এমন করলেন তিনি?

Advertisement

বৃহস্পতিবার ছিল কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন। সেই উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে বেশি আবেগঘন পোস্টও করেছিলেন কোহলি। কিন্তু তারপরই শুরু হল অন্য চর্চা। কী ব্যাপার? না, কোহলি একটি পোস্টে ‘লাভ’ রিঅ্যাক্ট করেছেন। সেই ছবিটি অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অভনীত কউরের। তাও সেটা অভনীত নিজে করেননি। তাঁর একটি ফ্যান পেজ থেকে করা হয়। তারপরই চর্চা শুরু হয়, হঠাৎ কী হল কোহলির? অনেকে তো আবার কোহলির ‘কাণ্ড’ দেখানোর জন্য সেই পোস্টে অনুষ্কাকে ট্যাগও করেন।

অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিলেন কোহলি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘যখন আমি আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন হয়তো অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পিছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। আমি সকলকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’

Virat Kohli clarifies his like on one of Avneet Kaur's posts

অবশ্য ব্যাখ্যা দিয়েও মুক্তি নেই। নেটিজেনরা মজার সুরে বিস্ময় প্রকাশ করছেন, অ্যালগোরিদম কি না বেছে বেছে অভনীতের ছবিই পেল? এমনিতে সোশাল মিডিয়ায় খুব একটা থাকেন না কোহলি। স্ত্রীর জন্মদিনে যাও-বা এলেন, সঙ্গে নিয়ে এলেন একরাশ গসিপ!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ