Advertisement
Advertisement
Virat Kohli

৩ মাস পর বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনা নিয়ে মুখ খুললেন কোহলি, ‘এত দেরি?’ খোঁচা নেটিজেনদের

আরসিবি কর্তৃপক্ষের একাধিক উদ্যোগের পর মুখ খুললেন কোহলি।

Virat Kohli breaks silence on Bengaluru stampede saying Your loss is our story
Published by: Arpan Das
  • Posted:September 3, 2025 1:05 pm
  • Updated:September 3, 2025 1:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনা (Bengaluru Stampede) নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি (Virat Kohli)। অন্তত নেটিজেনরা তো তাই বলছেন। আরসিবি’র আইপিএল জয় সেলিব্রেশনে বিভীষিকার পর কেটে গিয়েছে তিনমাস। বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটেছিল ১১জন। দুর্ঘটনার দায় কার নিয়ে অনেক তরজা চললেও তারপর থেকে কার্যত নীরব ছিলেন। সম্প্রতি আরসিবি কর্তৃপক্ষের একাধিক উদ্যোগের পর মুখ খুললেন কোহলি।

Advertisement

বেঙ্গালুরুর ওয়েবসাইটের একটি বার্তায় কোহলি বলেছেন, “৪ জুনের মতো হৃদয়ভাঙা ঘটনার জন্য কেউ প্রস্তুত থাকে না। যেটা আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের সবচেয়ে আনন্দের ঘটনা হতে পারত, তা অত্যন্ত দুঃখজনক হয়ে উঠেছিল। আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি এবং যারা প্রয়াত হয়েছিলেন, তাঁদের জন্য প্রার্থনা করেছিলাম। এই মর্মান্তিক ঘটনা এখন আর আপনাদের ব্যক্তিগত নয়, তা আমাদের জীবনের গল্পের সঙ্গেও জড়িয়ে গিয়েছে। একসঙ্গে আমরা ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।”

প্রশ্ন হল, স্টেডিয়ামের বাইরে যখন স্বজনহারাদের কান্না, তখন ভিতরে আরসিবি’র ভিক্ট্রি ল্যাপ চলছিল। ক্রিকেটারদের কাছে কি কোনও খবর পৌঁছয়নি? প্রশাসনই বা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সেলিব্রেশন জারি রাখার অনুমতি দিল কীভাবে? কোহলিও তো সেই সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। পরেও কিন্তু তিনি এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি। আর তিনি এমন একটা সময় বক্তব্য রাখলেন, যখন আরসিবি বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু করেছে। ফ্র্যাঞ্চাইজির নির্দেশেই কি তাহলে মুখ খুললেন কোহলি? অনেকেই খোঁচা দিচ্ছেন, ‘এত দেরি কেন?’

উল্লেখ্য, সম্প্রতি পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ঘোষণার দু’দিন পর ৬ দফা ইস্তেহারও প্রকাশ করেছে আরসিবি। দলের সামাজিক উদ্যোগ শাখা ‘আরসিবি কেয়ার্স’ পদপিষ্টের ঘটনার ট্র্যাজেডির পর এই পদক্ষেপ নিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ