Advertisement
Advertisement
Virat Kohli

ম্যাচ জিততেই অনুষ্কাকে চুমু, ‘লাভার বয়’ বিরাটের মিষ্টি কাণ্ডে মজে নেটদুনিয়া

'ভালোবাসা ঠিক এরকমই হয়', বিরুষ্কাকে দেখে বলছে নেটপাড়া।

Virat Kohli and Anushka Sharma blows kiss to each other
Published by: Anwesha Adhikary
  • Posted:May 28, 2025 10:48 am
  • Updated:May 28, 2025 11:54 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা ‘আইডিয়াল কাপল’। মাঠে তাঁরা থাকলেই সবসময় একে অপরের দিকে তাকিয়ে হাত নাড়বেন, চুমু ছুড়ে দেবেন-এমনটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও যতবার একে-অপরের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন তাঁরা, মুগ্ধ হয়ে পড়ে তাঁদের ভক্তকুল। মঙ্গলবার আবারও বিরুষ্কা রোম্যান্সের সাক্ষী থাকল ক্রিকেটমাঠ। ম্যাচ জিতে স্ত্রী’র দিকে উড়ন্ত চুমু দিলেন কিং কোহলি।

Advertisement

১৮ বছর পেরিয়ে এবার কাপ আসবেই, মনে করছে আরসিবির ভক্তকুল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেভাবে লখনউকে উড়িয়ে দিয়েছে আরসিবি, তাতে ভক্তদের আশা আরও বেড়েছে দলকে ঘিরে। তবে ম্যাচের পর বিরাট কোহলি-অনুষ্কা শর্মার মিষ্টি মুহূর্তের ভিডিওতে আপাতত মজে নেটদুনিয়া। মঙ্গলবার লখনউয়ের স্টেডিয়ামে ৮ বল বাকি থাকতে ম্যাচ জেতে আরসিবি। হাড্ডাহাড্ডি দ্বৈরথের পুরোটাই গ্যালারিতে বসে উপভোগ করেন অনুষ্কা। আরসিবি ম্যাচ জেতার পরে উচ্ছ্বসিত হয়ে পড়তেও দেখা যায়।

ম্যাচ শেষে গ্যালারির দিকে তাকিয়ে স্ত্রীকে দেখতে পান বিরাট। সঙ্গে সঙ্গে ভালোবাসার চুম্বন উড়িয়ে দেন অনুষ্কার দিকে। মিষ্টি হেসে তার পালটা জোড়া চুমু দেন বলি অভিনেত্রীও। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। প্রিয় বিরুষ্কার এমন মিষ্টি ভালোবাসা দেখে যারপরনাই মুগ্ধ নেটিজেনরা। বিরাটকে ‘লাভার বয়’ খেতাব দিতে দেরি করেননি তাঁরা। আবার কেউ বা বলছেন, অনুষ্কা আসলে বিরাটের লাকি চার্ম। তাই ম্যাচ জিতলেই লাকি চার্মকে চুমু দিতে ভোলেন না কিং কোহলি। কারোওর প্রার্থনা, ‘আমি ভালোবাসা খুঁজে পেলে সেটা যেন ঠিক এরকমই হয়।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ