সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জের এখনও চলছে। বিরাট কোহলির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল এক কোহলিভক্তের নতুন ভিডিও। যা দেখে ক্রিকেট সমর্থকদের চক্ষু ছানাবড়া। সেই সঙ্গে নতুন বিতর্কেরও উদয় হচ্ছে।
আঠারো বছরের অপেক্ষার শেষে আইপিএল জিতেছে বেঙ্গালুরু। ট্রফিজয়ের পর কোহলির চোখে জল, পরে শিশুর মতো আনন্দে নেচে ওঠেন। সমর্থকদের মধ্যেও খুশির জোয়ার। যার এক করুণ পরিণতি দেখেছে বেঙ্গালুরু। এর মধ্যে সোসাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওয় দেখা যায়, এক ভক্ত কোহলির ছবিতে তিলক লাগাচ্ছেন। তবে এ কোনও সাধারণ তিলক নয়। তা ‘রক্ত তিলক’। ওই ভিডিও আরও দেখা যায়, ধারালো বস্তু দিয়ে নিজের হাত কাটছেন ওই ভক্ত। সেখান থেকে রক্ত নিয়েই তিলক পরিয়ে দিচ্ছেন কোহলির কপালে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।
ওই ভক্তের পরনে আরসিবি’র জার্সি। গলায় ও কাঁধে আরসিবি’র লোগো ট্যাটু করা। পরে জার্সি খুলে আনন্দে চিৎকার করে ওঠেন। কোহলির ছবিতে প্রণামও করেন। অনুমান করা হচ্ছে, ভিডিওটি অন্ধ্রপ্রদেশের কোনও সমর্থকের করা। তবে এই কাণ্ডে একেবারেই সন্তুষ্ট নন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, ‘এতটা পাগলামিও ঠিক নয়’। আবার আরেকজন লিখেছেন, ‘এটাকে সমর্থন বলে না। এটা জীবনের সঙ্গে খেলা করার ক্রিকেটীয় সংস্করণ। ভক্তদের জীবনের গুরুত্ব হয়েছে। অনুপ্রাণিত হও, পাগলামি কোরো না।’
??wot
— Ghar Ke Kalesh (@gharkekalesh)
উল্লেখ্য, বেঙ্গালুরুতে আরসিবি’র সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ঘটেছে। আহত ৫০-র বেশি। প্রায় পাঁচ হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিত থাকলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। কারণ দু’লক্ষেরও বেশি মানুষ স্টেডিয়ামের বাইরে জমায়েত করেন। গোটা ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই কাঠগড়ায় আরসিবি কর্তৃপক্ষও। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে ৪ জন। যাঁর মধ্যে রয়েছেন আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.