Advertisement
Advertisement
BCCI

কলা কিনতে খরচ ৩৫ লক্ষ! হিসেবে গন্ডগোলের অভিযোগে বিসিসিআইকে নোটিস উত্তরাখণ্ড হাই কোর্টের

সরকারি তহবিলের টাকা অপব্যবহারের অভিযোগ উঠেছে।

Uttarakhand HC send notice to BCCI for state body's expenses as audit report shows rs 35 lakh spent on bananas
Published by: Arpan Das
  • Posted:September 10, 2025 1:10 pm
  • Updated:September 10, 2025 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু কলা কেনার জন্য ৩৫ লক্ষ টাকা খরচ! আর সব মিলিয়ে সরকারি তহবিলের ১২ কোটি টাকা অপব্যবহারের অভিযোগ উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। যার জেরে উত্তরাখণ্ড হাই কোর্ট বিসিসিআইকে নোটিস জারি করেছে। একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য সরকারি তহবিলের যে টাকা বরাদ্দ হয়েছিল, তার হিসেব নিয়েই শুরু হয়েছে জলঘোলা।

Advertisement

মামলাকারীরা উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার অডিট রিপোর্ট তুলে ধরেছে। সংস্থার বাইরের এক চার্টার্ড অ্যাকাউন্টের দ্বারা তৈরি করা রিপোর্টে নাকি ৩৫ লক্ষ টাকা খরচের হিসেব দেখানো হয়েছে, ‘প্লেয়ারদের জন্য কলা কেনার খরচ।’ দেরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত ও আরও কয়েকজন সংস্থার ২০২৪-২৫ অর্থবর্ষের হিসেবকে সামনে রেখে তদন্তের আবেদন করেছিলেন। বিচারক মনোজকুমার তিওয়ারির সিঙ্গল বেঞ্চে একাধিক শুনানি হয়।

জানা গিয়েছে, ওই রিপোর্টে দেখানো হয়েছে ৬.৪ কোটি টাকা অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যয় করা হয়েছে। টুর্নামেন্ট ও ট্রায়ালের জন্য ২৬.৩ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। যা গত অর্থবর্ষের থেকে ২২.৩ কোটি টাকা বেশি খরচ। মামলাকারীদের দাবি, শুধু খাবারের খরচ দেখিয়েই কোটি কোটি টাকার অপব্যবহার করা হয়েছে। এছাড়া রাজ্যস্তরের প্লেয়ারদের জন্য যে ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা একেবারেই বরাদ্দ হয়নি। মামলাকারীদের বক্তব্য শোনার পর আগামী শুক্রবার ফের শুনানি হবে বলে জানিয়েছে উত্তরাখণ্ড হাই কোর্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement