Advertisement
Advertisement
Usain Bolt

সিঁড়ি ভাঙতেও শ্বাসকষ্ট বোল্টের! হঠাৎ কী হল বিশ্বের দ্রুততম মানবের?

২০১৭ সালে অবসরের পর এখন পুরোপুরি বিশ্রামে বোল্ট।

Usain Bolt Now Struggles to Breathe Climbing Stairs

উসেইন বোল্ট। ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 17, 2025 10:52 am
  • Updated:September 17, 2025 10:52 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দ্রুততম মানবের তকমা এখনও তাঁর নামে। কিন্তু এখন সিঁড়ি ভাঙতেও শ্বাসকষ্ট হয় উসেইন বোল্টের! কিংবদন্তি দৌড়বিদ নিজেই জানালেন এই সমস্যার কথা। ২০১৭-এ অবসরের পর এখন পুরোপুরি বিশ্রামে বোল্ট। কিন্তু হঠাৎ কী হল যে, রীতিমতো শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তিনি?

Advertisement

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে বোল্ট বলছেন, “আমার তিন সন্তান যখন স্কুলে যায়, তখন আমি ঘুম থেকে উঠি। এমনিতে কিছু করার থাকে না। ইচ্ছা হলে কিছুক্ষণ শরীরচর্চা করি। মাঝে সিনেমা বা সিরিজ দেখি। তারপর সন্তানরা ফিরে এলে মজা করি।” অলিম্পিকে আটটি সোনাজয়ী তারকা আরও বলছেন, “আমি জিমে সময় কাটানো খুব একটা পছন্দ করি না। কিন্তু এবার মনে হচ্ছে, সেটা শুরু করতে হবে। যখন আমি সিঁড়ি দিয়ে উঠি, তখন দম ফুরিয়ে আসে। শ্বাসকষ্টের সমস্যা ঠিক করতে এবার দৌড়ের অনুশীলন শুরু করা উচিত।”

৩৯ বছর বয়সি বোল্ট আপাতত টোকিওয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উপভোগ করছেন। অবসরের আগেই বোল্টের অ্যাকিলেস টেন্ডন ছিঁড়ে যায়। যেটা তাঁর দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। তাছাড়া স্কোলিয়াসিস রয়েছে বোল্টের। যার ফলে মেরুদণ্ড বেঁকে যায় এবং এক পা অন্য পায়ের থেকে ছোট হয়ে যায়। এর বাইরে, দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকায়, তাঁর ফিটনেসও কমেছে।

উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১৬-র মধ্যে বোল্ট অলিম্পিকে আটটি সোনা ও ১১টি বিশ্বখেতাব জিতেছেন। যার মধ্যে তিনটি রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। জামাইকান স্প্রিন্টার ১০০ মিটার ৯.৫৮ সেকেন্ডে দৌড়েছিলেন। এছাড়া ২০০ মিটার ১৯.১৯ সেকেন্ডে ও ৪×১০০ মিটার রিলে রেস ৩৬.৮৪ সেকেন্ডে সম্পন্ন করার রেকর্ড আজও তাঁর দখলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ