সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে এজবাস্টনে টেস্ট জিতেছে ভারত। সেই জয়ে ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়েও উন্নতি করল শুভমান গিলের ব্রিগেড। সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি WTC পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল ভারত। আইসিসি টেস্ট ক্রমতালিকাতেও ভারত রয়েছে চতুর্থ স্থানে।
তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতের জয়জয়কার। মহাতারকারা অবসরে যাক, প্রথম টেস্টে হারের জ্বালা থাক, ‘সেরা’ পেসার বিশ্রাম নিক, একরাশ সমালোচনাও জুড়ুক, সব কিছুর উত্তর আসবে ফ্রন্ট ফুটে- দেখিয়ে দিয়েছে শুভমানের ‘নতুন ভারত’। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রমতালিকাতেও উন্নতি করল ভারত। প্রথম টেস্টের ব্যর্থতা কাটিয়ে আপাতত পয়েন্ট তালিকায় চার নম্বরে টিম ইন্ডিয়া।
চলতি WTC সাইকেলে আপাতত দুটি টেস্ট খেলেছে ভারত। একটায় জিতে ভারতের সংগ্রহে ১২ পয়েন্ট। একই অবস্থায় রয়েছে ইংল্যান্ডও। তবে পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরেও সকলের উপরে রয়েছে অস্ট্রেলিয়া। একটি টেস্ট খেলে তাদের সংগ্রহ ১০০ শতাংশ পয়েন্ট। বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। এক ম্যাচ জিতে এবং অপরটি ড্র করে এখন লঙ্কা ব্রিগেডের ঝুলিতে ৬৬.৬৭ পয়েন্ট। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে ভারতের পর রয়েছে বাংলাদেশ। তাদের সংগ্রহে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট। সিরিজের প্রথম টেস্ট হেরে শূন্য পয়েন্টে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একেবারে তলায় রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে অভিযান শুরু করেনি তারা। প্রসঙ্গত, প্রথমবার এজবাস্টনে টেস্ট জেতা তো বটেই, এইসঙ্গে বিদেশের মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে ৩৩৬ রানে টেস্ট ম্যাচ জিতল ‘মেন ইন ব্লু’। তাই নতুন ভারতকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে ক্রিকেটমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.