সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলকে জিতিয়ে মাঠেই মৃত্যু হল ক্রিকেটারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। জানা গিয়েছে, শেষ বল করে দলকে ম্যাচ জিতিয়েই মাঠে লুটিয়ে পড়েন আহমের খান নামের ওই বোলার। মাঠেই মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে চমকে উঠছেন নেটিজেনরা।
উত্তরপ্রদেশের ভেটেরান্স ক্রিকেট সংস্থার আয়োজনে বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডসে মোরাদাবাদ ও সম্ভলের ম্যাচ চলছিল। মোরাদাবাদ প্রথমে ব্যাট করে। রান তাড়া করতে নেমে সম্ভলের শেষ ৪ বলে ১৪ রান দরকার ছিল। অভিজ্ঞ বাঁহাতি বোলার আহমের খান শেষ ওভারে কৃপণ বোলিং করে দলকে ১১ রানে জেতান। কিন্তু শেষ বলটা হওয়ার পরই মাঠে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বল করার সময়ই আহমের খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। তিনি মাঠে লুটিয়ে পড়ার মাঠে উপস্থিত এক ডাক্তার দ্রুত সিপিআর দিলে সামান্য সাড়া দেন বলে জানা গিয়েছে। অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান যে, বেশ খানিকক্ষণ আগেই আহমের মারা গিয়েছেন।
মাঠে জয়ের আনন্দে সকলে মেতে উঠলেও তা কিছুক্ষণের মধ্যে শোকের আবহে পরিণত হয়। মাঠে উপস্থিত দর্শকরা ও দুই দলের প্লেয়াররাই বিহ্বল হয়ে পড়েন। এক ব্যক্তিকে পুরো ম্যাচটি ভিডিও করতে দেওয়া হয়েছিল। এই ঘটনাও সেখানে ধরা পড়েছে। স্থানীয় ক্রিকেটে মহলে যথেষ্ট পরিচিত ছিলেন আহমের। বহুদিন ধরে ক্রিকেট খেলেছেন। টুর্নামেন্টের আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, “আমরা শুধু একজন ক্রিকেটারকে হারাইনি, একজন প্রিয় মানুষকেও হারিয়েছি।” উল্লেখ্য সাম্প্রতিক সময়ে মাঠেই বহু ক্রিকেটারের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে।
मैच की आखिरी बॉल विनिंग थी. अहमद खान ने दौड़कर बॉल डाली और पिच पर लेट गये. टीम जीत गयी और अहमद खान जिंदगी का मैच हार गये. मैच की आखिरी बॉल पर उन्हें हार्टअटैक आया था
यह घटना के बिलारी शुगरमिल क्रिकेट मैदान की है
— Narendra Pratap (@hindipatrakar)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.