সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার দিল্লির দূষণকে উপেক্ষা করে ব্যাট হাতে দুর্দান্ত একটা ইনিংস খেলে বাংলাদেশকে জয় উপহার দিয়েছিলেন মুশফিকুর রহিম। প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে নজির গড়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে সেদিন প্রথম জয় এলেও ওপার বাংলার শিবিরের ছবিটা কিন্তু খুব একটা সুস্থকর ছিল না। কারণ সেই মাত্রাতিরিক্ত দূষণ। জানা গিয়েছে, দূষণের জেরে সেদিন বমি করেছিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার।
দিওয়ালির পর রাজধানীর দূষণের মাত্রা বিপদসীমা ছাড়িয়ে গিয়েছিল। যার জেরে অরুণ জেটলি স্টেডিয়ামে অনিশ্চিত হয়ে পড়ে ভারত-বাংলাদেশ ম্যাচ। এমনকী, মাস্ক পরে প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল লিটর দাসদের। যদিও পরে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, ম্যাচের ভেন্যু অপরিবর্তিতই থাকছে। ফলে শেষমেশ সেখানেই খেলা হয়। কিন্তু আশঙ্কাকে সত্যি করে দূষণ প্রভাব ফেলে বাংলাদেশ শিবিরে। ভারতের বিরুদ্ধে ১৪৯ রান তাড়া করার সময় মাঠেই বমি করেন দুই ব্যাটসম্যান। যার মধ্যে একজন সৌম্য সরকার। তা সত্ত্বেও স্কোর বোর্ডে ৩৯ রান যোগ করতে সফল হন তিনি।
স্বাভাবিকভাবেই এমন খবর শিরোনামে উঠে আসায় মাথা হেঁট হয়েছে আয়োজক দিল্লির। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে দিল্লিতে খেলতে এসে একই পরিস্থিতির শিকার হয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। টেস্টে তাঁদেরও মাস্ক মুখে দেখা গিয়েছিল। পেসার লাহিরু গ্যামেজ এবং সুরঙ্গ লকমলের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। এমনকী ড্রেসিংরুমে ফিরে বমিও করেছিলেন তাঁরা। এবার একই ঘটনা ঘটল বাংলাদেশের সঙ্গে। ফলে দিল্লিতে ম্যাচ আয়োজন রীতিমতো বড় সমস্যা হয়ে দাঁড়াল।
ম্যাচের পরে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ টুইটারে দুই দলকে ধন্যবাদ জানিয়েছিলেন ঠিকই। কিন্তু গৌতম গম্ভীর থেকে বিষেন সিং বেদি, কেউই চান না রাজধানীর এমন পরিস্থিতিতে আর কোনও ম্যাচ আয়োজিত হোক এখানে।
Thank u to both the teams to play this game under tuff conditions .. well done bangladesh ..
— Sourav Ganguly (@SGanguly99)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.