ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরে আজ ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ। শক্তির বিচারে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখছেন প্রাক্তনরা। এই পরিস্থিতিতে তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্ত ফের কথার কাঁটায় বিঁধলেন পাকিস্তানকে। সলমন আলি আঘার দলকে তিনি ‘সপ্তম ডিভিশনের দল’ আখ্যা দিলেন। তাঁর মতে, এই পাকিস্তান কোনওভাবে ভারতের সঙ্গে পাল্লা দিতে পারবে না।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, “ওদের মূল দলগুলোর সঙ্গে খেলাই উচিত নয়। পাকিস্তানকে অ্যাসোসিয়েট দেশগুলোর সঙ্গে রাখা উচিত। সবচেয়ে বড় ব্যাপার, ওরা এত মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় খেলার অনুমতি পেয়েছে! ওদের শীর্ষ সাত দেশের তালিকায় রাখাও উচিত নয়। অবিলম্বে ওদের বাদ দেওয়া হোক।”
শ্রীকান্ত আরও বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ মানে যে উত্তেজনা, তা তো এখন অতীতে পরিণত হয়েছে। এখন এই দ্বৈরথ নিয়ে দর্শকরা সেভাবে উৎসাহিত হন না। এই পাকিস্তান দল কোনওভাবেই ভারতের সঙ্গে পাল্লা দিতে পারবে না। ওদের অবস্থা চেন্নাই লিগে সপ্তম ডিভিশনের দলের মতো।”
উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারতের সঙ্গে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। মাত্র ১২৭ রানে গুটিয়ে গিয়েছিল তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫.৫ ওভারেই জয়ের রান তুলে নেয় টিম ইন্ডিয়া। এমনকী আরব আমিরশাহীর বিরুদ্ধে জিতলেও পাকিস্তানের ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটা ফের এবার চোখে পড়ে। তুলনায় দুর্বল দলের সঙ্গে ১৪৬ রানের বেশি করতে পারেনি ‘মেন ইন গ্রিন’। এই পরিস্থিতিতে এশিয়া কাপে দ্বিতীয় সাক্ষাতে ভারত-পাক। তার আগে পাকিস্তানকে নজিরবিহীন কটাক্ষ বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.