Advertisement
Advertisement
Virat Kohli

‘ওদের কালো ছায়া দলের উপর পড়বে না’, বিরাট-রোহিতকে তোপ মঞ্জরেকরের!

তাঁদের অভাব কি বুঝতে পারবে ভারতীয় দল?

'Their dark shadow will not fall on the team', Manjrekar slams Virat-Rohit!
Published by: Prasenjit Dutta
  • Posted:June 12, 2025 7:18 pm
  • Updated:June 12, 2025 7:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত দিন পরেই শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বিরাট, রোহিতকে ছাড়া ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। তাঁদের অভাব কি বুঝতে পারবে ভারতীয় দল? এ নিয়ে আলোচনা চলছে। আর এই আবহে বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, বিরাট-রোহিত না থাকায় ‘স্বস্তি’তে থাকবেন গৌতম গম্ভীর।

Advertisement

কী বললেন মঞ্জরেকর? তাঁর কথায়, “ইংল্যান্ড কিন্তু ফেভারিট হিসেবেই শুরু করবে। কিন্তু ভারতকেও গুরুত্ব দিতে হবে। ভারতের এই দল কিন্তু ভয়ংকর। ওদের মধ্যে তাগিদের অভাব নেই। প্রাণশক্তিতে ভরপুর ওরা। দলে দুই সিনিয়র ক্রিকেটার নেই। এমনিতেও ওরা ফর্মে ছিল না। তাই ওদের কালো ছায়া দলের উপর পড়বে না। সেই কারণে কোচ গৌতম গম্ভীর অনেকটাই স্বস্তিতে থাকবে।”

এমন মন্তব্য করে মঞ্জরেকর যে বিরাট এবং রোহিতের বিরুদ্ধেই তোপ দেগেছেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম আহামরি কিছু ছিল না। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ ১৬৪ রান। পাঁচ ইনিংসে গড় ছিল মাত্র ৬.২০। ফর্ম এতটাই খারাপ যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে, অজি সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি ছাড়া বলার মতো রান ছিল না কোহলিরও।

২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। তার আগে কোচের কথায় কতটা উজ্জীবিত হয়ে নামবেন ইংরেজ ক্রিকেটাররা সেটাও দেখার। তার আগেই উঠে এল সঞ্জয় মঞ্জরেকরের এমন মন্তব্য। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ