Advertisement
Advertisement
Pataudi Trophy

পতৌদির নামেই থাকছে ট্রফি, শুভমানদের ইংল্যান্ড সফরের আগেই ঘোষণা ECB’র

মত বদল কেন করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড?

The trophy will be named after Pataudi, ECB announces ahead of Shubmanad's tour of England

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 25, 2025 7:44 pm
  • Updated:May 25, 2025 7:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সিরিজ। এতদিন ভারত-ইংল্যান্ড সিরিজের নাম ছিল পতৌদি ট্রফি। যদিও শোনা যায়, এই ট্রফির নাম বদলে হতে চলেছে তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। কিন্তু শেষ মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের মত বদল করেছে। সেই কারণে ভারত-ইংল্যান্ড সিরিজের নাম আপাতত থাকছে পতৌদি ট্রফি। এমনই সিদ্ধান্ত ECB’র।

Advertisement

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক সদস্য জানিয়েছেন, “সিরিজটির নাম পতৌদি ট্রফিই থাকতে চলেছে।” মাস দুই আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ট্রফিটি বাতিল করার কথা ভাবছে বলে খবর প্রকাশিত হয়েছিল। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ঐতিহ্যের প্রতীক এই এমএকে পতৌদি ট্রফি। জানা গিয়েছিল, আসন্ন টেস্ট সিরিজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। যদিও ECB মত বদল করায় ট্রফির নাম পরিবর্তন হচ্ছে না।

যদিও ইংল্যান্ড বোর্ডের তরফে বর্তমান সিদ্ধান্তের আগে তাদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়। প্রয়াত পতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুর এ ব্যাপারে ক্ষোভে ফেটে পড়েন। এমনকী এ ব্যাপারে বিসিসিআইয়ের হস্তক্ষেপও দাবি করেন। তাছাড়াও গাভাসকরও বলেছিলেন, “এ ব্যাপারে ভারত-ইংল্যান্ড দুই দেশেরই সংবেদনশীলতার অভাব রয়েছে। নতুন নামকরণের ব্যাপারে যদি প্রাক্তন কোনও ভারতীয় অধিনায়কের কাছে প্রস্তাব যায়, তাহলে তা প্রত্যাখ্যানের কথা বলব।”

এত সবের পর অবশেষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত বদল করল। প্রশ্ন উঠছে, গাভাসকরের কথা কি শুনেছেন শচীন? ‘মাস্টার ব্লাস্টার’ কি সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন ECB’র প্রস্তাব? তা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, ২০০৭ ভারতের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট অভিষেকের ৭৫তম বার্ষিকী উপলক্ষে এই ট্রফি প্রথমবার দেওয়া হয়। সে বছর ইংল্যান্ডে গিয়ে পতৌদি ট্রফি জিতেছিল ভারত। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের উদ্যোগে ট্রফিটির নামকরণ করা হয়েছিল। আর তাঁর নামে আবার আয়োজিত হতে চলেছে ভারত-ইংল্যান্ড সিরিজ। এমন খবরে সবচেয়ে বেশি খুশি হবে পতৌদি পরিবার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ