Advertisement
Advertisement
Mohd Azharuddin

আদালতে স্বস্তি আজহারের, উপ্পল স্টেডিয়াম থেকে সরছে না প্রাক্তন অধিনায়কের নাম

ভিভিএস লক্ষ্মণের পরিবর্তে নিজের নামেই প্যাভিলিয়নের নাম রেখেছিলেন আজহার।

Telangana HC orders not to change Mohd Azharuddin pavilion

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 30, 2025 5:54 pm
  • Updated:April 30, 2025 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেডিয়াম থেকে নাম সরানো বিতর্কে আপাতত স্বস্তি পেলেন মহম্মদ আজহারউদ্দিন। বুধবার তেলেঙ্গানা হাই কোর্ট জানিয়েছে, প্রাক্তন ভারত অধিনায়কের নাম এখনই সরানো যাবে না রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে। আদালতের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ডের নাম থাকবে আজহারউদ্দিনের নামেই।

২০১৯ সালে আজহারউদ্দিন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন। ওই বছরেই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডের নাম ‘ভিভিএস লক্ষ্মণ প্যাভিলিয়ন’ থেকে আজহারের নামে বদলে ফেলা হয়। চলতি বছর, ২৮ ফেব্রুয়ারি হায়দরাবাদের লর্ডস ক্রিকেট ক্লাব আজাহারের নাম স্ট্যান্ড থেকে সরিয়ে ফেলার দাবিতে একটি মামলা দায়ের করে। এরপরেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওম্বাডসমান বিচারপতি ঈশ্বরাইয়া। শেষমেশ ২৫ পৃষ্ঠার রায়ে তিনি স্ট্যান্ড থেকে আজাহারের নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে প্রাক্তন ভারত অধিনায়কের নামে।

এহেন নির্দেশে ক্ষুব্ধ হয়ে পালটা সুর চড়ান আজহারউদ্দিন। তিনি বলেন, “স্বার্থের সংঘাতের মতো কোনও ঘটনাই ঘটেনি। আপাতত এ বিষয়ে কিছু বলতে চাই না। তবে ১০ বছর দেশকে নেতৃত্ব দিয়ে এমন প্রতিদান পাব ভাবিনি। প্রয়োজনে হাই কোর্ট যাব। বোধহয় হায়দরাবাদে ক্রিকেটারদের সঙ্গে এমনই ব্যবহার করা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।” গত ২০ এপ্রিল তেলেঙ্গানা হাই কোর্টে আবেদন করেন আজহারউদ্দিন। তাঁর অভিযোগ, ওই ওম্বাডসমানের কার্যকাল শেষ হয়েছে ১৮ ফেব্রুয়ারি। তাই তাঁর নেওয়া সিদ্ধান্তের কোনও বৈধতা নেই।

বুধবার আজহারউদ্দিনের আবেদনেই আপাতত সায় দিয়েছে তেলেঙ্গানা হাই কোর্ট। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে আদালত জানিয়েছে, উপ্পল স্টেডিয়াম থেকে আপাতত আজহারের নাম সরানো যাবে না। উল্লেখ্য, আপাতত ওই স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ চলছে। সানরাইজার্স হায়দরাবাদের হোম গ্রাউন্ড হল উপ্পল স্টেডিয়াম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement