Advertisement
Advertisement
Kolkata Knight Riders

মেন্টর গম্ভীরের হাত ধরেই কাটবে ১০ বছরের আইপিএল খরা? কেমন হবে কেকেআরের প্রথম একাদশ?

একনজরে কলকাতা নাইট রাইডার্সের শক্তি-দুর্বলতা।

Team profile of Kolkata Knight Riders in IPL 2024

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 21, 2024 7:44 pm
  • Updated:March 21, 2024 7:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছর আগে শেষবার আইপিএল এসেছিল। তার পর বদলেছে অধিনায়ক, কোচিং স্টাফ। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ট্রফি অধরাই থেকে গিয়েছে। তাই ট্রফির খরা কাটাতে এবার দলে যোগ দিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। দুবার আইপিএল ট্রফি জেতানো অধিনায়ক এবার মেন্টরের আসনে বসে আইপিএল জেতাতে পারবেন কেকেআরকে? টুর্নামেন্ট শুরুর আগে একনজরে দলের শক্তি-দুর্বলতা।

Advertisement

প্রথমেই নজর রাখা যাক কলকাতা নাইট রাইডার্সের গোটা স্কোয়াডের দিকে: রহমানুল্লা গুরবাজ, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, হর্ষিত রানা, চেতন সাকারিয়া, রমনদীপ সিং, শেরফান রাদারফোর্ড, কে এস ভরত, মণীশ পাণ্ডে, অংক্রিশ রঘুবংশী, অনুকূল রায়, মুজিব উর রহমান, দুষ্ম্যন্ত চামিরা, শাকিব হুসেন।

শক্তি: দলে রয়েছেন গুরবাজ, ভেঙ্কটেশ, শ্রেয়স, নীতীশের মতো ব্যাটাররা। আগ্রাসী মেজাজে রান তোলার জন্য রাসেল-রিঙ্কু জুটি। গত আইপিএলে রিঙ্কুর পরপর পাঁচ ছক্কা এখনও ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। শক্তিশালী ব্যাটিং লাইন আপ অন্যদের থেকে অনেকখানি এগিয়ে থাকবে অন্যদের তুলনায়। এছাড়াও নারিন, মুজিব, সুয়াশের স্পিন আক্রমণও কেকেআরের বোলিংকে ধারাল করবে। মিচেল স্টার্ক দলে যোগ দেওয়াতে আরও শক্তিশালী হয়েছে কেকেআরের বোলিং।

[আরও পড়ুন: অধিনায়ক ধোনি নেই, নেই নেতা রোহিত-বিরাটও, যুগ বদলের গান শোনাচ্ছে আইপিএল

দুর্বলতা: কেকেআরের পেস বিভাগের উপর ভরসা করা কঠিন। একদিকে মিচেল স্টার্কের মতো বিশ্বত্রাস বোলার। কিন্তু পেস অ্যাটাকে তাঁকে সঙ্গ দেওয়ার জন্য রয়েছেন হর্ষিত রানা, বৈভব আরোরার মতো তরুণ বোলাররা। স্টার্কের অনুপস্থিতিতে কেকেআরের পেস অ্যাটাক কঠিন পরীক্ষার মুখে পড়বে। এছাড়াও দীর্ঘদিন ধরে চেনা ছন্দে নেই রাসেল-নারিনও। তাঁরা আবারও ব্যর্থ হলে বিপাকে পড়বে দল।

সম্ভাব্য প্রথম একাদশ:

রহমানুল্লা গুরবাজ/ ফিল সল্ট
ভেঙ্কটেশ আইয়ার
শ্রেয়স আইয়ার
নীতীশ রানা
রিঙ্কু সিং
আন্দ্রে রাসেল
সুনীল নারিন
মিচেল স্টার্ক
সুয়াশ শর্মা
বরুণ চক্রবর্তী
বৈভব আরোরা/ হর্ষিত রানা

ইমপ্যাক্ট প্লেয়ার: চেতন সাকারিয়া/ রমনদীপ সিং

এক্স ফ্যাক্টর: মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটার। ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালে ইডেনে একাই ধসিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে। আইপিএলে দলের গোটা পেস অ্যাটাকের ভার থাকবে তাঁরই কাঁধে। কেকেআরের সাফল্য অনেকটাই নির্ভর করবে স্টার্কের পারফরম্যান্সের উপর।

সম্ভাবনা: দীর্ঘ ১০ বছর আইপিএল জেতেনি কেকেআর। ২০২১ সালে ফাইনালে উঠেও হারতে হয়। তবে এবার বেশ শক্তিশালী দল গড়েছে নাইটরা। খাতায়কলমে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। প্লে অফে ওঠার দৌড়েও বেশ এগিয়ে থাকবে দল। গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনে কি চ্যাম্পিয়ন হবে কলকাতা? সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

[আরও পড়ুন: আইপিএলের ঠিক মুখেই নেতৃত্ব ছাড়লেন ধোনি, চোখের জলে থালাকে ‘ধন্যবাদ’ ভক্তকুলের

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ