Advertisement
Advertisement
Team India

রাতারাতি কোচ বদল টিম ইন্ডিয়ার? শুভমান-বুমরাহদের কোচিংয়ে লক্ষ্মণ!

কেন এমন সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের?

Team India's coach changed overnight? Signs in Shubman-Bumrah's coaching!
Published by: Prasenjit Dutta
  • Posted:June 15, 2025 8:36 pm
  • Updated:June 15, 2025 8:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি কোচ বদল টিম ইন্ডিয়ার? ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের মাত্র কয়েকদিন তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরকে। তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই দেশে ফিরে আসেন তিনি। এই অবস্থায় জানা গিয়েছে, আগামী কয়েকদিন টিম ইন্ডিয়াকে কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ।

Advertisement

অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ইতিমধ্যেই লন্ডনেই রয়েছেন কোচ লক্ষ্মণ। ভারতীয় জুনিয়র দলের সেখানে পাঁচটি টেস্ট এবং দু’টি বেসরকারি টেস্ট খেলবে। লক্ষ্মণের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সামলানোর অভিজ্ঞতাও রয়েছে। তাছাড়াও গত বছর তাঁর কোচিংয়েই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায়। সেই সিরিজ জেতে ভারত।

রবিবার অন্তর্দলীয় ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের লিডসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। জানা গিয়েছে, ১৭ জুন, লিডসের হেডিংলিতে প্রথম টেস্টের মাত্র তিন দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। আর এই ক’টা দিন লক্ষ্মণের অধীনে অনুশীলন করবেন শুভমান গিলরা।

২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এবারের ইংল্যান্ড সফর ভারতীয় দলের কাছে বাড়তি চ্যালেঞ্জের। ইংল্যান্ডে যদি শুভমানরা ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে ঠিক আছে। পারফরম্যান্স খারাপ হলে, কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্নের মুখে পড়তে হবে। সেই কারণে গম্ভীরের কাছে ইংল্যান্ড সিরিজটা অ্যাসিড টেস্ট হতে চলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর প্রায় তরুণ ব্রিগেড নিয়েই ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। সিনিয়র ক্রিকেটারদের ছাড়া ইংল্যান্ডে কেমন খেলে দল, সেই দিকেও নজর থাকবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ