Advertisement
Advertisement
Team India

এক ম্যাচেই হাজার পার! এজবাস্টনে রানের পাহাড়, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়ল ভারত

ব্রিটিশ গড়ে এবার নতুন ইতিহাস লিখল ভারতের তরুণ ব্রিগেড।

Team India crossed thousand runs mark in one test for the first time
Published by: Anwesha Adhikary
  • Posted:July 6, 2025 10:01 am
  • Updated:July 6, 2025 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৩২ সালে প্রথম টেস্ট খেলেছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৮৯ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু ৯৩ বছর পরে সেই বিলেতভূমেই নয়া নজির গড়ল শুভমান গিলের নতুন ভারত। প্রথমবার একটি টেস্টে ১ হাজারেরও বেশি রান তুলল ভারতীয় দল। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে ষষ্ঠবার ঘটল এমন অনবদ্য নজির।

Advertisement

তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় টেস্ট খেলতে এজবাস্টনে নেমেছে ভারত এবং ইংল্যান্ড। এই এজবাস্টন থেকে কোনওদিন টেস্ট জিতে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। কিন্তু ব্রিটিশ গড়ে এবার নতুন ইতিহাস লিখল ভারতের তরুণ ব্রিগেড। এক হাজারি ক্লাবে ঢুকে পড়লেন ঋষভ পন্থ-কে এল রাহুলরা। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছিল ভারত। অধিনায়ক শুভমানের ২৬৯র পাশাপাশি যোগ্য সঙ্গত ছিল রবীন্দ্র জাদেজার ৮৯ এবং যশস্বী জয়সওয়ালের ৮৭ রানেরও।

দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটারদের দাপট এতটুকু ফিকে হয়নি। দ্বিতীয় ইনিংসে গিল করলেন ১৬১। এছাড়াও রাহুল (৫৫), পন্থ (৬৫), জাদেজা (৬৯*) সকলে মিলে ভারতের স্কোর ৪২৭ পর্যন্ত পৌঁছে দেন। সবমিলিয়ে এজবাস্টন টেস্টে ১০১৪ রান তুলেছে ভারত, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার। এর আগে এক টেস্টে ভারতের সর্বোচ্চ রান ছিল ৯১৬, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে। শুধু তাই নয়, সিরিজের প্রথম দুই টেস্টে সবমিলিয়ে ১৮৪৯ রান তুলেছে ভারত। এর আগে কোনও সিরিজের প্রথম দুই ম্যাচে এত রান তুলতে পারেনি কোনও দল।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার এক ম্যাচে এক হাজারের বেশি রান তুলল কোনও দল। ১৯৩০ সালে এই নজির গড়েছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১২১ তোলে ব্রিটিশরা। পরে সেই তালিকায় যোগ হয় পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। এবার এক হাজারি ক্লাবে ঢুকে পড়ল মেন ইন ব্লুও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement