সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ জিতিয়েও কি আসন টলমল সূর্যকুমার যাদবের? সহ-অধিনায়ক হিসেবে শুভমান গিলের আগমন নিয়ে অনেকেই সেরকম ভাবছেন। আর সূর্য? তিনি কী ভাবছেন? গিলের আচমকা উত্থানকে ভারতের টি-টোয়েন্টি ইতিবাচক ভাবেই নিচ্ছেন। তাঁর বক্তব্য, গিলের উপস্থিতিতে তিনি নেতৃত্ব হারানোর ভয় পান ঠিকই, কিন্তু সেটাকেই অনুপ্রেরণা হিসেবে কাজে লাগান।
সূর্য বলছেন, “আমি খুশি যে গিল এখন দুটি ফরম্যাটের অধিনায়ক। ও খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। সত্যি কথা বলতে, সবার মনেই ভয় আছে। কিন্তু এই ধরনের ভয় আমাকে অনুপ্রেরণা জোগায়। আমার আর শুভমানের মধ্যে মাঠে ও মাঠের বাইরে সুসম্পর্ক রয়েছে। আমি জানি ও মানুষ হিসেবে কীরকম। ফলে ওর উত্থান আমাকে অনুপ্রেরণা জোগায়। তবে আমি ওর জন্য খুশি।”
আন্তর্জাতিক কেরিয়ার একটু দেরিতে শুরু হয়েছে সূর্যর। কিন্তু দ্রুত নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ওই ফরম্যাট থেকে অবসর নেওয়ায় সূর্যর উপর নেতৃত্বের ভার এসে পড়ে। আর সেটা সাফল্যের সঙ্গে পালন করছেন সূর্য। এশিয়া কাপও জিতেছেন। অন্যদিকে শুভমান গিলকে আচমকাই টি-টোয়েন্টির সহ-অধিনায়ক করা হয়েছে। মনে করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কও করা হতে পারে গিলকে।
সেটা নিয়ে কি ভয় পান সূর্য? তাঁর বক্তব্য, “যদি আমি এসব নিয়ে ভেবে মাথা ব্যথা করতাম, তাহলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচটাই খেলতে পারতাম না। ফলে সেই ভয়টা আমি বহুদিন আগেই ফেলে এসেছি। আমি বিশ্বাস করি, আমি প্রচুর পরিশ্রম করে এই জায়গায় এসেছি। নিজের কাছে সৎ থেকেছি, আত্মবিশ্বাস ছিল। বাকিটা দেখা যাবে।” তবে সমস্যা হল, সূর্যর সাম্প্রতিক পারফরম্যান্সও প্রশ্নের মুখে। বিশেষ করে অধিনায়ক হওয়ার পর থেকেই সেটা আরও চোখে পড়ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.