ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের (Chennai Super Kings) জার্সিতে কি চিপকে লিগের শেষ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? রাজস্থানকে হারিয়েও মাহি ভক্তদের মনে উঁকি দিচ্ছে সেই আশঙ্কা। তিনি নিজে কিছু জানাননি। সিএসকে কর্তৃপক্ষও নীরব। কিন্তু প্রশ্নটা ঘুরছে সমর্থকদের মধ্যে। এবার সোজা ব্যাটে সেই প্রশ্নের উত্তর দিলেন সুরেশ রায়না (Suresh Raina)।
চলতি আইপিএলের (IPL 2024) শুরু থেকেই গুঞ্জন ছিল, মরশুম শেষে সরে যেতে পারেন ধোনি। চোট-আঘাত প্রথম থেকেই তাঁকে সমস্যায় ফেলেছে। ব্যাট করার সময়ও ভুগিয়েছে হাঁটুর চোট। অধিনায়কত্ব তুলে দিয়েছেন রুতুরাজের হাতে। ক্রিকেট জীবনের প্রথম লগ্নের মতো লম্বা চুল রাখতে দেখে গুঞ্জন আরও শক্তিশালী হচ্ছে। এদিকে সোশাল মিডিয়ায় রাজস্থান ম্যাচের পর অপেক্ষা করতে বলা হয়েছিল ভক্তদের। যা নিয়ে জল্পনা আরও বেড়েছিল।
তবে রায়নার মতে, এটা চেন্নাইয়ে ধোনির শেষ ম্যাচ নয়। ধারাভাষ্য দেওয়ার সময় তাঁকে অভিনব মুকুন্দ প্রশ্ন করেন, “একটা প্রশ্ন অবশ্যই তোমাকে করা উচিত। এটাই কি চিপকে ধোনির শেষ ম্যাচ?” সঙ্গে সঙ্গে উত্তর দেন রায়না, “একেবারেই নয়।” তার পরই হাসিতে ফেটে পড়েন। এত বছর ধরে সিএসকে আর ধোনি যেন সমার্থক হয়ে উঠেছেন। যদিও সিএসকে ফাইনালে উঠলে ফিরে আসতে হবে চিপকে। তার আগে লিগের শেষ ম্যাচের পর বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় চেন্নাইয়ের ক্রিকেটারদের। সেখানে আরও একবার দেখা গেল ধোনি ও রায়নার ‘ব্রোম্যান্স’।
34 seconds of pure Yellove 💛
— JioCinema (@JioCinema)
২০০৮ থেকে চেন্নাইয়ের হয়ে খেলেছেন রায়না। মাঝে দুবছর গুজরাট লায়ন্সে খেললেও পরে ফিরে আসেন সিএসকেতেই। ধোনির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের। এমনকী আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসরের পরেই বাইশ গজ থেকে সরে দাঁড়িয়েছিলেন রায়না। ফলে তাঁর মুখ থেকে উত্তর শুনে আশ্বস্ত হতে পারেন ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.