সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক ম্যাচ শেষ। কিন্তু খেলা নিয়ে বিতর্ক এখনও থামছে না। এবার পাক দ্বৈরথ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সুরেশ রায়না। তিনি সাফ জানালেন, বর্তমান ভারতীয় ক্রিকেটারদের কেউই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি। কিন্তু বোর্ডের নির্দেশে বাধ্য হয়ে খেলতে হয়েছে সূর্যকুমার যাদবদের।
মাসদুয়েক আগে বিশ্ব লেজেন্ডস লিগে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উপেক্ষা করেছিলেন শিখর ধাওয়ান-ইউসুফ পাঠানরা। ভারতীয় দল সাফ জানিয়ে দিয়েছিল, কোনও পরিস্থিতিতেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। পহেলগাঁও হামলার প্রতিবাদে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন ছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়ে শিখরদের একজোট মত ছিল, “আমাদের দেশ সকলের উপরে। ইন্ডিয়াকে লিয়ে কুছ ভি।”
সেই ভারতীয় দলের সদস্য় ছিলেন রায়নাও। এবার একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “একটা বিষয় আমি হলফ করে বলতে পারি। যদি ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, তাহলে সকলেই বলবে, তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায় না। এমনকি এশিয়া কাপেই খেলার ইচ্ছা ছিল না ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু বিসিসিআই এশিয়া কাপে অংশ নিতে চেয়েছে। তাই বাধ্য হয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু ব্যক্তিগতভাবে ওদের কারোওর ইচ্ছা ছিল না পাকিস্তানের বিরুদ্ধে খেলার।” অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে খেলা প্রসঙ্গে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছেন সূর্যরা, এমনটাই মত রায়নার।
তবে ‘জোর করে’ খেলতে নামলেও পাকিস্তানের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হেঁটেছেন সূর্যরা। টসের পর তিনি হাত মেলাননি পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে। ম্যাচের পরেও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা। খেলার আগেই ভারতীয় দলের তরফে বোর্ডকে জানিয়ে দেওয়া হয়, পাক ক্রিকেটারদের সঙ্গে কেউ হাত মেলাবেন না। দু’দিন আগে থেকেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গোটা দল। এবার রায়নার মন্তব্য প্রশ্ন উঠছে, সত্যিই কি ক্রিকেটারদের জোর করে এশিয়া কাপে নামানো হয়েছে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.