Advertisement
Advertisement
IND vs PAK

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ কি হওয়া উচিত? নীরবতা অস্ত্র বোর্ডের! দুই প্রান্তে গাভাসকর-আক্রম

দল ঘোষণার সাংবাদিক সম্মেলনেও উঠেছিল ভারত-পাকিস্তান ম্যাচের কথা।

Sunil Gavaskar said players will follow government's decision on IND vs PAK while Wasim Akram said game must go on
Published by: Arpan Das
  • Posted:August 20, 2025 12:22 pm
  • Updated:August 20, 2025 12:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনও স্পষ্ট নয়। এর মধ্যে এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে। কিন্তু সেই ম্যাচ কি আদৌ হবে? ভারতের দল নির্বাচনেও উঠেছিল ভারত-পাক ম্যাচের প্রসঙ্গ। আবার সুনীল গাভাসকর এই প্রশ্নের উত্তরে যথেষ্ট সাবধানী। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম বলছেন, “ম্যাচ হওয়া উচিত।”

Advertisement

সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। সেমিফাইনালে আফ্রিদিদের বিরুদ্ধে নামতে চাননি যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা। এশিয়া কাপেও ভারত-পাক ম্যাচ নিয়ে আপত্তি রয়েছে অনেকের। মঙ্গলবার ঘোষিত হয়েছে এশিয়া কাপে ভারতীয় দল। সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কি ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে? কিংবা এই ম্যাচটাকে ভারতীয় দল কীভাবে দেখছে? টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বা নির্বাচক প্রধান অজিত আগরকর উত্তর দেওয়ার আগেই বিসিসিআইয়ের প্রতিনিধি বলে ওঠেন, “যদি দল নিয়ে কোনও প্রশ্ন থাকে, তাহলে সেটাই করুন।”

এই নিয়ে পরে আর কোনও প্রশ্ন ওঠেনি। কিন্তু সত্যিই কি ভারত-পাক ম্যাচ হওয়া উচিত? সুনীল গাভাসকরের উত্তর, “যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে প্লেয়ারদের সমালোচনা করা উচিত নয়। আবার বিসিসিআইও ভারত সরকারের থেকে নির্দেশ পায়। ফলে সব সিদ্ধান্ত সেটার উপরই নির্ভর করছে। প্লেয়ারদের কিছু করার নেই। সরকার বললে খেলবে, যদি সরকার না করে, তাহলে বিসিসিআই সেই বুঝে ব্যবস্থা নেবে।”

অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম বলছেন, “এশিয়া কাপের সূচি বেরিয়ে গিয়েছে অনেকদিন। পাকিস্তানে এই নিয়ে কেউ মাথাও ঘামাচ্ছে না। ভারত খেললে ভালো, না খেললেও কোনও অসুবিধা নেই। তবে ম্যাচ হওয়া উচিত। আমি তো ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজও দেখতে চাই। আমি রাজনীতিবিদ নই। সবাই দেশের কথা ভাবে। ওরা দেশাত্মবোধ দেখালে আমরাও দেখাব। কিন্তু কাজে করে দেখানোর চেয়ে কথা বলা সহজ।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ