Advertisement
Advertisement
Mitchell Starc

‘যা করেছি ঠিক করেছি’, আইপিএলের ২য় পর্বে না খেলা নিয়ে আক্ষেপ নেই স্টার্কের

আইপিএল শেষ হওয়ার পর এ ব্যাপারে মুখ খুলেছেন অজি তারকা।

Starc reveals why he didn't play in IPL 2nd edition, was it because of India-Pakistan conflict?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 7, 2025 7:17 pm
  • Updated:June 7, 2025 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল আইপিএল। এরপর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরোধী হওয়ার পর ১৭ মে থেকে শুরু হয় আইপিএলের দ্বিতীয় পর্ব। যদিও যুদ্ধের আবহে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর দেশে ফিরেছিলেন অজি তারকা মিচেল স্টার্ক। পরে আইপিএল শুরু হলেও ভারতে ফেরেননি দিল্লি ক্যাপিটালসের এই পেসার। কেন তিনি খেলতে আসেননি? আইপিএল শেষ হওয়ার পর এ ব্যাপারে মুখ খুলেছেন অজি তারকা।

Advertisement

৩৫ বছর বয়সি এই গতি তারকা বলেন, “নিজের সিদ্ধান্তে আমি খুশি। যা করেছি ঠিকই করেছি। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তা যেভাবে সামলেছিলাম, সেটা আমিই জানি। তাই যা সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি সন্তুষ্ট।” ৮ মে ধরমশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে অংশ নিয়েছিলেন স্টার্ক। ব্ল্যাক আউটের কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এরপর দেশে ফিরে গিয়েছিলেন তিনি।

স্টার্কের সংযোজন, “তখন লাল বলের ক্রিকেটে ফোকাস করেছিলাম। কিন্তু ওই সময় আরও অনেকেই নিজ দেশে ফিরে যায়। তারা ঠিক করেছে কিনা, সেটা সময়ই বলবে। সেদিন আমরা দেখেছিলাম ওখানে কী ঘটেছিল। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিই।”

উল্লেখ্য, স্টার্ক না ফেরায় তাঁর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রস্তাব ওঠে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি এমন মানুষই নই। যে প্রতিযোগিতায় খেলার ব্যাপারে মনস্থির করেছি, সেখানে তো খেলাটাই কর্তব্য। আমি এমন নই যে, এক দলের হয়ে নাম লিখিয়ে আবার নাম তুলে নেব। আসলে তখন এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি কিন্তু এখনও দিল্লির সঙ্গেই যুক্ত।” এবারের আইপিএলে ১১টি ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন স্টার্ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement