প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর নেওয়ার পর অনেক সময়ই সমস্যার মুখে পড়েন ক্রিকেটাররা। বিপদ আরও বাড়ে তাঁরা প্রয়াত হওয়ার পর। অনেকেই সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেন না। আর্থিক স্বাচ্ছন্দ্যও থাকে না। ফলে ওই ক্রিকেটারের মৃত্যুর পর সংকটের মধ্যে দিন কাটায় তাঁর পরিবার। সেই সমস্যা রুখতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেটার অ্যাসোসিয়েশন বা আইসিএ। যে সংস্থাকে স্বীকৃতি দিয়েছে বিসিসিআইও।
গত শনিবার বেঙ্গালুরুতে আইসিএ-র দ্বিতীয় বোর্ড মিটিং বসে। সেখানে ঠিক হয়, প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন এক লক্ষ টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই ৫০জন ক্রিকেটারের পরিবারকে তার জন্য বেছে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইসিএ-র ডিরেক্টর যজুবিন্দ্র সিং জানান, “আমরা ৬০ বছর বয়সের বেশি আরও ১৫০ জন সদস্যের তালিকা তৈরি করেছি। যারা বিসিসিআই বা রাজ্য সংস্থাগুলির থেকে কোনও রকম পেনশন বা ভাতা পান না।”
এর পাশাপাশি আইসিএ-র একটি নিজস্ব স্বাস্থ্যবিমা রয়েছে। যেখানে ১০৭৯ সদস্যদের জন্য ২.৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা রয়েছে। এছাড়া প্রতিবছর সেই ক্রিকেটারদের ৪৩ রকম স্বাস্থ্যপরীক্ষা করা হয়। এই প্রকল্পের অধীনে সেই প্রাক্তন প্লেয়ারদের রাখা হয়েছে, যারা পুরুষদের ক্রিকেটে অন্তত ১০টি থেকে ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বা মহিলাদের ক্রিকেটে অন্তত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এই প্রকল্পকে আরও বৃহত্তর করার পরিকল্পনা রয়েছে আইসিএ-র।
উল্লেখ্য, ২০১৯-এ এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডও এই সংস্থাকে স্বীকৃতি দিয়েছে। এই সংস্থার অধীনে ১৭৫০ জনের বেশি ক্রিকেটার রয়েছেন। প্রতি বছরই তারা প্রাক্তন ক্রিকেটারদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসে। এবারও সেরকমই পরিকল্পনা নিয়ে এসেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.