সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার। সেখান থেকে মাত্র ৩৪ রানে দূরে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইডান মুল্ডার। কিন্তু জিম্বাবোয়ের আচমকাই ডিক্লেয়ার দিয়ে দেন। যা দেখে অবাক ক্রিকেটদুনিয়া। ৩৬৭ রানে অপরাজিত থাকা সত্ত্বেও কেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের ফলকে নিজের নাম খোদাইয়ের চেষ্টা করলেন না?
টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিল জিম্বাবোয়ে। দুই টেস্টের সিরিজের আগের ম্যাচটি আগেই জিতেছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর চোটের জন্য অধিনায়ক টেম্বা বাভুমা নেই। সেই জায়গায় নেতৃত্ব দিচ্ছেন উইয়ান মুল্ডার। প্রাথমিক ধাক্কা সামলে তিনি দলকে বড় রানের দিকে এগিয়ে দেন। দ্বিতীয় দিনে ব্যক্তিগত ৩০০ রানের গণ্ডি অতিক্রম করেন। মাত্র ২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। যা টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম তিনশো রান। এর আগে ২০০৮ সালে ভারতের বীরেন্দ্র শেহওয়াগ ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। আবার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে তিনশো রান করলেন মুল্ডার। ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১১ রান করেছিলেন হাসিম আমলা। এছাড়া অধিনায়ক হিসেবে অভিষেকেই ট্রিপল সেঞ্চুরির বিরল রেকর্ড মুল্ডারের নামে।
কিন্তু এত কিছুর মধ্যে প্রশ্ন হঠাৎ কেন ডিক্লেয়ারের সিদ্ধান্ত নিলেন মুল্ডার? দক্ষিণ আফ্রিকার রান ছিল ৫ উইকেট হারিয়ে ৬২৬ রান। মুল্ডার ব্যাট করছিলেন ৩৬৭ রানে। সেই সময় লাঞ্চ হয়। তারপরই জানা যায় যে, দক্ষিণ আফ্রিকা ডিক্লেয়ার করেছে। অর্থাৎ ডিক্লেয়ার করার ঘোষণা স্বয়ং মুল্ডারেরই। জিম্বাবোয়ের বিরুদ্ধে অনায়াসে ৪০০ রান করে ফেলতেন তিনি। এমনকী টেস্টে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান, যা ম্যাথু হেডেন ও ব্রায়ান লারার রয়েছে, সেটাও টপকালেন না। আপাতত টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় তিনি পঞ্চম স্থানে, মহেলা জয়বর্ধনের পরে।
অনেকে মনে করছেন, দলের জয়কে আগে রাখলেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, জিম্বাবোয়ে একেবারেই ‘দুর্বল’ প্রতিপক্ষ। হাতে তিনদিন। জয় তো সময়ের অপেক্ষা। আরেকটা তত্ত্ব হচ্ছে, লারার প্রতি সম্মানে এই সিদ্ধান্ত নিলেন। কিন্তু শুধু লারা তো নন, আরও অনেককে টপকানোর সুযোগ ছিল। সেটা যে কেন করলেন, সেটাই প্রহেলিকা। অন্তত যতক্ষণ না মুল্ডার নিজে মুখ খুলছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.