Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

ইংল্যান্ড সিরিজে কীভাবে ম্যানেজ করবেন বুমরাহকে? গিলকে পরামর্শ সৌরভের

জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টও উদ্বেগে।

Sourav Ganguly has urged India's new captain Shubman Gill to use Jasprit Bumrah mindfully
Published by: Subhajit Mandal
  • Posted:June 12, 2025 5:54 pm
  • Updated:June 12, 2025 5:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজে ভারতের ভালো ফল করাটা পুরোপুরি নির্ভর করছে জসপ্রীত বুমরাহর উপর। আগেই বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বুমরাহকে নিয়ে সবচেয়ে বড় সমস্যার জায়গা হল তাঁর চোটআঘাত জনিত সমস্যা। সেটা কীভাবে ম্যানেজ করতে হবে? অধিনায়ক শুভমান গিলকে সে পরামর্শও দিলেন ‘মহারাজ’।

Advertisement

সৌরভ বলছেন, বুমরাহকে শুধুমাত্র উইকেট-টেকার হিসাবে ব্যবহার করতে হবে। লাগাতার তাঁকে বল করিয়ে যাওয়া নয়। বরং বুদ্ধি করে ব্যবহার করতে হবে টিম ইন্ডিয়ার ‘ব্রহ্মাস্ত্র’কে। গিলকে উদ্দেশ করে প্রাক্তন ভারতীয় অধিনায়কের বক্তব্য, “বুমরাহই তোমার প্রধান অস্ত্র। শুভমান, তোমাকে বুঝতে হবে সারাক্ষণ তুমি ওকে দিয়ে বল করাতে পারবে না। বুমরাকে উইকেট তোলার জন্য ব্যবহার করো। একদিনে ১২ ওভারের বেশি যেন ওকে বল করতে না হয়। তাহলেই ভালো খেলার সুযোগ থাকবে।”

জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টও উদ্বেগে। বুমরাহকে দলে বেছে নেওয়ার সময়ই হেড কোচ অজিত আগরকর বলে দিয়েছিলেন, সবকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ৩টি ম্যাচে খেলতে পারেন বুমরাহ। কোচ গৌতম গম্ভীরের কথাতেও সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে কোন তিনটি ম্যাচে ভারতীয় পেস বিভাগের প্রধান হাতিয়ারকে খেলানো হবে, সেটা স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট। সৌরভ চাইছেন, বুমরাহকে খেলানো হলেও যেন তাঁর উপর অতিরিক্ত চাপ না দেওয়া হয়।

প্রাক্তন বোর্ড সভাপতি মেনে নিয়েছেন, নিজেদের দেশের মাটিতে ভারতের থেকে শক্তিশালী ইংল্যান্ড। কিন্ত সৌরভ আশাবাদী, ভারতীয় ব্যাটাররা ভালো খেললে ফলাফল টিম ইন্ডিয়ার অনুকূলে যেতে পারে। বিরাট-রোহিতের অনুপস্থিতি চাপে রাখবে না ভারতকে? যেখানে অধিনায়ক হিসাবে শুভমান গিলের এটাই প্রথম দায়িত্ব! সৌরভ বলছেন, “ওর এখন অল্প বয়স। অনেক শিখবে। ভাবুন ও যদি ভালো ফলাফল দিতে পারে। তাহলে নায়কের সম্মান পাবে। সব ক্রিকেটারই এই ধরনের সুযোগের অপেক্ষায় থাকেন।” তবে গিলকে যে ব্যাটার হিসাবে আরও উন্নতি করতে হবে, সেটাও অকপটে বলে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ