ফাইল ছবি।
আলাপন সাহা: সিএবি নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন ইডেনে ভারতের প্রাক্তন অধিনায়ক ও তাঁর পুরো প্যানেল মনোনয়ন জমা দেন। সভাপতি পদে কোনও বিরোধী মনোনয়ন জমা না পড়ায় ৬ বছর পর বঙ্গ ক্রিকেটের প্রশাসনে সৌরভের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন এখন কার্যত সময়ের অপেক্ষা।
আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সৌরভের প্যানেলও চূড়ান্ত হয়ে গিয়েছে। রবিবার মনোনয়ন জমা দেওয়ার পর মহারাজ বলেন, “নির্বাচনের জন্য আমি গত দেড় বছর ধরে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা সবাই এক। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকে। সেগুলো মেটাতে হবে। আর ক্রিকেটের ক্ষেত্রে আমি তো আর নেমে খেলব না। সেটা ক্রিকেটারদেরই করতে হবে। বাংলার ক্রিকেট নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। মাঝে কোভিডের জন্য অনেক কিছু আটকে পড়েছিল। দেখতে হবে, আর কী কী ভাবে উন্নতি করা যায়।”
সিএবিতে সৌরভের প্যানেল কীরকম হতে চলেছে? তা অনেকটা এরকম, সচিব- বাবলু কোলে, যুগ্ম-সচিব- মদন ঘোষ, কোষাধ্যক্ষ- সঞ্জয় দাস ও সহ-সভাপতি- অনু দত্ত। রবিবার সৌরভ-সহ পুরো প্যানেল বিকেলে সিএবিতে এসে মনোনয়ন জমা দেন। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ২০২২ পর্যন্ত ছিলেন। এবার ফের বঙ্গক্রিকেটের প্রশাসনিক পদে ফিরতে চলেছেন ‘দাদা’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.