সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (PSL) ধারাভাষ্য দিচ্ছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল (Simon Doull)। বাবর আজমের সমালোচনা করেছিলেন তিনি। বলেছিলেন, ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেন বাবর আজম। দলের জন্য মোটেও নিবেদিত প্রাণ নন তিনি। ডুলের এহেন মন্তব্য নিয়ে পাকিস্তানে দারুণ আলোড়ন তৈরি হয়।
Simon Doull about Hassan Ali’s wife 😲
— Cricket Pakistan (@cricketpakcompk)
এবার নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হাসান আলির স্ত্রী সম্পর্কে মন্তব্য করে বসলেন। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পিএসএলে ৭ মার্চ খেলা ছিল ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানের। আর সেই ম্যাচে হাসান আলির (Hasan Ali) স্ত্রী সামাইয়া আরজুর (Samiyaa Arzoo) সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান ডুল। ধারাভাষ্য দেওয়ার সময়ে সামাইয়া আরজুর প্রশংসা করেন। তাঁর সতীর্থ ধারাভাষ্যকার তা শুনে হাসতে শুরু করেন।
সুলতানের রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ইসলামাবাদ। সেই সময়ে সাইমন ডুল ধারাভাষ্য দিচ্ছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ জেতার পরে ইসলামাবাদ ইউনাইটেডের খেলোয়াড়, সমর্থকরা আনন্দের আতিশয্যে লাফাতে শুরু করেন। সেই সময়ে ক্যামেরা ধরা হাসান আলির স্ত্রী সামাইয়া আরজুকে। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাইয়াকে উদ্দেশ্য করে সাইমন ডুল বলতে থাকেন, ”ও জিতে নিয়েছে। আমি নিশ্চিত অনেকেরই হৃদয় নিয়েছে এই মহিলা। দুর্দান্ত সৌন্দর্য। চোখ ফেরানো যায় না এমন সৌন্দর্য। সেই সঙ্গে জয়টাও দুর্দান্ত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.