Advertisement
Advertisement

Breaking News

Shubman Gill

‘একদিকে মহম্মদ, অন্যদিকে কৃষ্ণ’, ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মিরাকলে’র আশায় গিল, ভিডিও ভাইরাল

মহম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণ অবশ্য এখনও পর্যন্ত হতাশই করেছেন ভারত অধিনায়ককে।

Shubman Gills comment on Mohammad Siraj and Prasidh Krishana went viral
Published by: Arpan Das
  • Posted:June 24, 2025 7:19 pm
  • Updated:June 24, 2025 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিডস টেস্টে ইংল্যান্ডের সামনে ভারত বড় লক্ষ্য রেখেছে ঠিকই। কিন্তু বোলাররা এখনও পর্যন্ত আশাহত করেছে ভারতকে। বুমরাহ তো বটেই, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণরাও উইকেট তুলতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে ‘মিরাকল’-এর ভরসায় অধিনায়ক শুভমান গিল।

Advertisement

ইংল্যান্ডের কাছে লক্ষ্য ৩৭১। পঞ্চম দিনে আশা করা হয়েছিল ভারতীয় পেস বিভাগ লড়াই দেবে। কিন্তু সেরকম কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। দুই ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি ও বেক ডাকেট অনায়াসে রান করে গিয়েছেন। তবে গিল আশা ছাড়েননি। স্টাম্প মাইকে ধরা পড়ল সেরকমই কথাবার্তা। একদিকে মহম্মদ সিরাজ ও অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ। সেটা মাথায় রেখেই শোনা যায়, “একদিকে মহম্মদ আছে, অন্যদিকে কৃষ্ণ। দুজনেই ঝড় তুলে দেবে।” নেটিজেনদের দাবি, এটা শুভমান গিলই বলেছেন।

ম্যাচের ১৭তম ওভারে এই কথা শোনা যায়। যদিও শুভমানের ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। সিরাজ দশ ওভারের উপর হাত ঘুরিয়ে ফেলেছেন। একটা বল লেংথে করলে, পরেরটাই যেন দিশা খুঁজে পাচ্ছে না। প্রসিদ্ধ কৃষ্ণর বোলিংয়েও ভেদশক্তির যথেষ্ট অভাব। তথৈবচ অবস্থা রবীন্দ্র জাদেজা বা শার্দূল ঠাকুরের। বাধ্য হয়েই বুমরাহর উপরই অতিরিক্ত ভরসা করতে হচ্ছে গিলকে। কিন্তু তাঁর ‘ওয়ার্কলোড’-এর বিষয়টিও ভাবতে হবে। সব মিলিয়ে পাঁচ-পাঁচটি সেঞ্চুরি করেও জয় অধরা থাকতে পারে ভারতের।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত ৪৭১ রান করে। সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও ঋষভ পন্থ। জবাবে ইংল্যান্ড করে ৪৬৫। দ্বিতীয় ইনিংসে ভারত থামে ৩৬৪ রানে। তার মধ্যে একাধিক ক্যাচও ছাড়ছেন যশস্বীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement