সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমন গিলের ব্যাট আবার কথা বলল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকালেন তিনি। গিল শেষপর্যন্ত ১২৮ রান করেন। তৃতীয় টেস্টে রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সবুজ সঙ্কেত পেয়েছিলেন গিল। লোকেশ রাহুল বাদ পড়েছিলেন দল থেকে। আহমেদাবাদে গিল ওপেন করতে নেমে সেঞ্চুরি পান।
বাংলাদেশের মাটিতে প্রথম বার টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন শুভমন। কিন্তু সেঞ্চুরি পেলেও দলে জায়গা হয়নি তাঁর। লোকেশ রাহুলই খেলছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্টে লোকেশ রাহুল ব্যর্থ হওয়ায় ইন্দোর টেস্টে দলে জায়গা পান শুভমন গিল।
আহমেদাবাদের পিচে জুজু নেই। বাড় রান আছে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে পাহাড়প্রমাণ রান করেছে। ভারতও জবাব দিচ্ছে। ওপেনিং পার্টনার রোহিত শর্মা ফিরে গেলেও গিল কিন্তু ভারতীয় দলের ইনিংস টানলেন। বাউন্ডারি মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছলেন গিল। ভারতের ওপেনিং ব্যাটারের সেঞ্চুরি দেখে বিরাট কোহলি খুব খুশি।
গিলের সেঞ্চুরির পরই ক্যামেরা ধরে কোহলিকে। বিরাটের মুখে খেলা করছিল হাজার ওয়াটের আলো। অনুজের সাফল্যে খুশি অগ্রজ। হাততালি দিয়ে কোহলি অভিনন্দন জানাচ্ছিলেন শুমন গিলকে। কোহলির অভিনন্দন জানানোর ভঙ্গি নিমেষেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
Celebration by Virat Kohli when Shubman Gill completed the hundred.
— Johns. (@CricCrazyJohns)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.