সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারতের চতুর্থ টেস্ট। এই ম্যাচ হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে ভারতের। তাই ম্যাঞ্চেস্টারে জিততে মরিয়া টিম ইন্ডিয়া। তবে ম্যাচ জেতার পাশাপাশি একগুচ্ছ রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার ব্যাটাররা। অধিনায়ক শুভমান গিলের পাশাপাশি ঋষভ পন্থ এবং কে এল রাহুলের সামনে রয়েছে নতুন নজির গড়ার হাতছানি।
এশীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির গড়তে পারেন শুভমান। বর্তমানে এই রেকর্ড রয়েছে প্রাক্তন পাক ব্যাটার মহম্মদ ইউসুফের দখলে। ২০০৬ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ৬৩১ রান করেছিলেন তিনি। সেই নজির থেকে মাত্র ২৫ রান দূরে রয়েছেন শুভমান। চতুর্থ টেস্টেই নতুন নজির গড়তে পারেন ভারত অধিনায়ক। ভারতীয় হিসাবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি রানের নজির রয়েছে রাহুল দ্রাবিড়ের। ২০০২ সালে ৬০২ রান করেছিলেন তিনি।
চলতি অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। চতুর্থ টেস্টে তিনি ভেঙে দিতে পারেন বীরেন্দ্র শেহওয়াগের সর্বকালের রেকর্ড। ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনারের। ১০৩টি টেস্টে মোট ৯০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিতে পারেন পন্থ। ৪৬টি টেস্ট খেলে এখনও পর্যন্ত তিনি মেরেছেন ৮৮টি ছক্কা। ম্যাঞ্চেস্টারে আর তিনটি ছক্কা মারতে পারলেই টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকানোর নজির গড়বেন ভারতের সহঅধিনায়ক।
দু’টি টেস্টে সেঞ্চুরি করে চলতি সিরিজে ভালো ফর্মে রয়েছেন ওপেনার কে এল রাহুলও। ম্যাঞ্চেস্টারে ৬০ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মালিক হবেন তিনি। রাহুলের আগে মোট ১৫জন ভারতীয় ৯ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পেরিয়েছেন। এছাড়াও ব্যক্তিগতভাবে নিজের সেরা সিরিজের নজিরও গড়তে পারেন তিনি। ২০১৭ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩৯৩ রান করেছিলেন রাহুল। এবার ইংল্যান্ডের মাটিতে আর ১৯ রান করতে পারলেই সেই নজির ভেঙে ফেলবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.