Advertisement
Advertisement
Shubman Gill

‘ছোটবেলার মতো করে ব্যাটিং করেছি’, ডবল সেঞ্চুরি হাঁকিয়ে শৈশবে ফিরলেন গিল

ভারতীয় অধিনায়কের এহেন ইনিংসে মুগ্ধ ক্রিকেটমহল।

Shubman Gill returned to basics, admits after hitting double ton

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 4, 2025 11:01 am
  • Updated:July 4, 2025 2:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট থেকে টি-টোয়েন্টি, মানিয়ে নিতে খুব একটা সমস্যায় পড়তে হয় না। কিন্তু টি-টোয়েন্টির পর টেস্টে নামলে মানিয়ে নেওয়া অবশ্যই চ্যালেঞ্জের। সেটা শুভমান গিল (Shubman Gill) নিজেও খুব ভালোভাবে জানতেন। তাই আইপিএলের মাঝেই লাল-বলে নেট শুরু করে দিয়েছিলেন। জানতেন আইপিএলের পর ইংল্যান্ড সফরের জন্য খুব একটা সময় থাকবে না।

Advertisement

প্রস্তুতি শুরু হয়েছিল তখন থেকেই। নিজের ব্যাটিং নিয়ে কাজ শুরু করেছিলেন স্রেফ ইংল্যান্ড সফরের কথা ভেবে। শুভমান আরও একটা জিনিস করেছেন। ফিরে গিয়েছেন শৈশবের দিনগুলোতে। ছোটবেলায় যেমন ব্যাটিং করতেন, ইংল্যান্ড সিরিজে ঠিক সেটাই করছেন। ব্যাটিংটা উপভোগ করছেন। এজবাস্টনে ২৬৯ রানের রেকর্ড ইনিংস খেলার পর ব্রডকাস্টার চ্যানেলে শুভমান বলেন, “এর আগের সিরিজগুলোতেও আমি ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু সমস্যা হচ্ছিল ৩০-৩৫ করার পর আউট হয়ে যাচ্ছিলাম। বড় রান আসছিল না। একটু বেশিই ফোকাস করতে যাচ্ছিলাম। তারপর অনেকেই বলছিলেন, অনেক সময় বেশি ফোকাস করতে গেলে সমস্যা হয়। মাঠে নামার পর মাথায় শুধু একটা জিনিসই ঘুরত, রান করতে হবে। তাই অতিরিক্ত মাত্রায় ফোকাস করা শুরু করেছিলাম। ব্যাটিং থেকে এনজয়মেন্ট ব্যাপারটা হারিয়ে গিয়েছিল। তারপর ঠিক করি, বেশি ভাবার দরকার নেই। রান নিয়ে বেশি ভাবব না। যতটা সম্ভব লম্বা সময় ব্যাটিং করব। ঠিক ছোটবেলায় যেভাবে ব্যাটিং করতাম, এই সিরিজেও ঠিক সেভাবেই করছি। ব্যাটিংটা উপভোগ করছি। বেশি কিছু ভাবছি না।”

ভারতীয় অধিনায়কের এহেন ইনিংসের প্রশংসা চলছে ক্রিকেটমহল জুড়ে। যুবরাজ সিং টুইট করেন, ‘কুর্নিশ শুভমান। এরকম একটা বড় মঞ্চে কত সহজে তুমি ব্যাটিং করলে। দারুণ খেলেছো। এই ডবল সেঞ্চুরি তোমার প্রাপ্য। লক্ষ্য যখন স্থির থাকে, তখন কাউকে আটকানো যায় না, তার উদাহরণ এই ইনিংস।’ মহম্মদ শামি লিখলেন, “কিছু ইনিংস খুব স্পেশাল হয়। আর এটা? ঐতিহাসিক। কুর্নিশ ক্যাপ্টেন।’ বীরেন্দ্র শেহওয়াগের কথায়, ‘দুর্ধর্ষ ডবল সেঞ্চুরি শুভমানের। এই ইনিসে অসম্ভব পরিণতবোধ, ধৈর্য আর স্কিলের সম্মিলিতরূপ।’ শুভমান নিজে বলেন, লিডস থেকে তিনি অনেক কিছু শিখেছেন। বলছিলেন, “লিডস টেস্ট আমাক একটা শিক্ষা দেয়। ব্যাটিং বিপর্যয় যে কোনও সময় হতে পারে। তাই উইকেট দেওয়া যাবে না। চেষ্টা করতে হবে শেষপর্যন্ত ক্রিজে থাকার।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ