Advertisement
Advertisement
Shubman Gill

এশিয়া কাপের আগে বড় ধাক্কা, দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন শুভমান! নেতৃত্বে কে?

সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক।

Shubman Gill knocked out of Duleep Trophy

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 27, 2025 8:08 pm
  • Updated:August 27, 2025 8:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন শুভমান গিল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তার আগে গিলকে দলীপ ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিল ভারতীয় বোর্ড। নর্থ জোনের নেতৃত্ব দেওয়ারও কথা ছিল তাঁর। অসুস্থতার কারণে শুভমান ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেবেন কে? এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তিনি কি এশিয়া কাপে খেলতে পারবেন?

Advertisement

সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় দলীপ ট্রফিতে খেলতে পারবেন না তিনি। বেশ কিছুদিন আগে তাঁর রক্তপরীক্ষাও করা হয়েছিল। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা যাচ্ছে। আপাতত গিলকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, “তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিসিসিআইয়ের কাছে গিলের শারীরিক অবস্থার রিপোর্ট দেওয়া হয়েছে। গিল এই মুহূর্তে চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামে আছে।”

এই রিপোর্টের পর তাঁর দলীপ ট্রফিতে না খেলা নিয়ে জল্পনা বাড়ছিল। শেষমেশ এই জল্পনাই সত্য হল। সূত্রের খবর, তিনি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন না। ২৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু দলীপ ট্রফি। তার আগে শুভমানের দলীপ ট্রফি থেকে ছিটকে যাওয়ার খবরে রীতিমতো উদ্বেগে তাঁর ভক্তরা। যদিও শুভমানের ছিটকে যাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত নর্থ জোন বা বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাঁর জায়গায় উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিতে দেখা যাবে অঙ্কিত কুমারকে। 

কয়েকদিন পরে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে নেবেন গিল। তার আগে অসুস্থতার কারণে শুভমানের ছিটকে যাওয়া উদ্বেগ বাড়াচ্ছে। সেই সঙ্গে প্রশ্ন হল, এশিয়া কাপে কি খেলতে পারবেন গিল? ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। মনে করা হচ্ছে, সেখানে তাঁকে খেলানোর জন্যই দলীপ ট্রফি নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ