Advertisement
Advertisement
Shubman Gill

ব্যাট হাতে ফর্মের তুঙ্গে, আইসিসি’র মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে গিল, প্রতিপক্ষ কারা?

জুলাই মাসে টেস্টে কত রান করেছেন ভারত অধিনায়ক?

Shubman Gill in the race for ICC Cricketer of the Month, who are his opponents?
Published by: Prasenjit Dutta
  • Posted:August 6, 2025 8:34 pm
  • Updated:August 7, 2025 5:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। এমন অসাধারণ পারফরম্যান্সের কারণে আইসিসি’র মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ঢুকে পড়েছেন তিনি। শুভমানের সঙ্গে দৌড়ে রয়েছেন বেন স্টোকস এবং উইয়ান মুলডার।

Advertisement

জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টে ৫৬৭ রান করেছেন গিল। গড় ৯৪.৫০। এই মাসেই এক টেস্টে করেছেন ৪৩০ রান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে চারশোর বেশি রান করার নজির গড়েছেন তিনি। এই তালিকায় প্রথম স্থানে গ্রাহাম গুচ। তিনি একটি টেস্টে করেছিলেন ৪৫৬ রান। এই কারণেই জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়ার দৌড়ে তাঁকে রেখেছে আইসিসি।

উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজেই অধিনায়কত্বে অভিষেক হয়েছে তাঁর। ভারতীয় দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তরুণদের পাশে দাঁড়িয়েছেন। এমনকী দলের প্রয়োজনে আম্পায়ারদের মুখের উপর কথা বলতে পিছুপা হননি। এমনকী ইংল্যান্ড ক্রিকেটারদেরও চ্যালেঞ্জের মধ্যে ফেলেছেন। তাঁর নেতৃত্বে বিলেত থেকে সিরিজ ড্র রেখে দেশে ফিরছে ভারত। সব মিলিয়ে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেতে পারেন তিনি।

গিল ছাড়াও আইসিসি’র এই পুরস্কারের দৌড়ে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার মুলডার। জুলাইয়ে টেস্টে করেছেন ২৫১ রান। গড় ৫০.২০। নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে লড়াইয়ে ঢুকে পড়েছেন মুলডার। জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক করেছেন ৫৩১ রান। সঙ্গে ৭ উইকেটও পেয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, সহজে শুভমানের হাতে উঠবে না পুরস্কার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ