Advertisement
Advertisement
Shubman Gill

হাফডজন বিশ্বরেকর্ড শুভমানের ঝুলিতে, স্পর্শ করলেন ব্র্যাডম্যান-সোবার্স-গাভাসকরদের

১৯৯ বলে টেস্টে সপ্তম সেঞ্চুরি হাঁকান শুভমান।

Shubman Gill holds half a dozen world records, touching Bradman-Sobers-Gavaskar records

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:July 3, 2025 12:42 pm
  • Updated:July 3, 2025 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন হওয়ার পর থেকে দুরন্ত ছন্দে শুভমান গিল। দ্বিতীয় টেস্টে জয়ে ফেরার লড়াইয়ে নেমেছে টিম ইন্ডিয়া। আর প্রত্যাবর্তনের সেই লড়াইয়ের ম্যাচে ফের জ্বলে উঠেছে শুভমানের (Shubman Gill) ব্যাট। এজবাস্টনের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ১১৪ রানে। এই ইনিংসের সুবাদে হাফডজন বিশ্বরেকর্ড ঝুলিতে পুরেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক।

১৯৯ বলে টেস্টে সপ্তম সেঞ্চুরি হাঁকান শুভমান। এই সেঞ্চুরির পর ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইংরেজদের বিরুদ্ধে তাঁর আগে দু’টি সেঞ্চুরি এসেছিল ধরমশালায় (২০২৪) এবং লিডসে (২০২৫)। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টানা তিনটি শতরান হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন তিনি। শুভমানের আগে মহম্মদ আজহারউদ্দিন (১৯৮৪-৮৫), দিলীপ বেঙ্গসরকার (১৯৮৫-৮৬) এবং রাহুল দ্রাবিড় (২০০২ ও ২০০৮-২০১১)-এর নামে রয়েছে এই রেকর্ড।

তাছাড়াও এই ইনিংসের ফলে গিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দু’টি টেস্টে টানা সেঞ্চুরি করা সফরকারী অধিনায়কদের একটি অভিজাত ক্লাবে যোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান, গারফিল্ড সোবার্স, গ্রেইম স্মিথের মতো কিংবদন্তি তারকারা। একই সঙ্গে তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ইংরেজদের বিরুদ্ধে টানা দু’টি টেস্টে শতরান করলেন। ১৯৫১ ও ১৯৫২ সালে এই বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন বিজয় হাজারে। তাছাড়াও ১৯৯০ সালে লর্ডস এবং ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন।

এখানেই শেষ নয়। অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করে বিজয় হাজারে, সুনীল গাভাসকর, বিরাট কোহলিদের সঙ্গে এক সারিতে বসে পড়লেন গিল। প্রসঙ্গত, অধিনায়ক হিসেবে প্রথম দু’টি টেস্টে তিনটি শতরান হাঁকিয়েছিলেন কোহলি। এছাড়াও সবচেয়ে কম বয়সে টানা দুই টেস্টে শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কৃতিত্বর অধিকারী হয়ে উঠেছেন শুভমান। কোহলি ২৬ এবং গাভাসকর পরপর দু’টি টেস্টে সেঞ্চুরি করেছিলেন ২৭ বছর বয়সে। গিলের বয়স ২৫। তাঁর সর্বশেষ রেকর্ডটি হল, ২০১৮ সালে কোহলির পর বার্মিংহামে সেঞ্চুরি করলেন শুভমান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement