ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, রবিচন্দ্রন অশ্বিন নেই। মহাতারকাদের অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বভার এসে পড়েছে শুভমান গিলের কাঁধে। কিন্তু টেস্ট সিরিজ শুরুর তিনদিন আগে গিলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করলেন জাতীয় দলের প্রাক্তন তারকা দীনেশ কার্তিক (Dinesh Karthik)। প্রাক্তন কেকেআর অধিনায়কের মতে, শুভমান গিল (Shubman Gill) যে গুরুভার পেয়েছেন, সেই কাজটা কতটা কঠিন, তিনি বুঝে উঠতে পারছেন না।
অধিনায়ক হিসাবে শুভমান গিলের এটাই প্রথম দায়িত্ব! কাজটা যে সহজ হবে না, সেটা কমবেশি সকলেরই জানা। দীনেশ কার্তিকের মনে হচ্ছে, শুভমান গিল বুঝতেই পারছেন না ওর কাজটা কতটা কঠিন। কার্তিক বলছেন, “আমার মনে হচ্ছে ও সত্যিই বুঝতে পারছে না ও যে দায়িত্বটা পেয়েছে সেটা কত বড়। ও সিংহের গুহায় প্রবেশ করতে চলেছে। যে কোনও ক্রিকেট খেলিয়ে দেশের জন্যই ইংল্যান্ডে ক্রিকেট খেলতে যাওয়াটা খুব কঠিন কাজ। এর আগে বহু মহাতারকা সমৃদ্ধ দল এসেও ইংল্যান্ড নাকানিচোবানি খেয়ে গিয়েছে।”
তবে কঠিন এই সফরে শুভমানের জন্য একটাই পজিটিভ দিক দেখতে পেয়েছেন কার্তিক। সেটা হল ইংরেজদের দুর্বল বোলিং বিভাগ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ডিকে বলেছেন, “গিলের জন্য একটা বিষয়ই সৌভাগ্যের। ইংল্যান্ডের বোলিং বিভাগটা দুর্বল মনে হচ্ছে। সেটাই গিলের জন্য একমাত্র স্বস্তির জায়গা।” কার্তিকের মনে হচ্ছে, ইংল্যান্ডের ব্যাটিং ভারতকে ভালোমতো চাপে ফেলার চেষ্টা করবে। কিন্তু সে তুলনায় বোলিং বিভাগটা তেমন সড়গড় নয়। সেটাই সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়কের একমাত্র স্বস্তির জায়গা।
২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এই সিরিজের আগে এমনিই পাহাড়প্রমাণ চাপে গিলের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল। এরই মধ্যে কার্তিকদের মতো প্রাক্তনদের নানা রকমের মন্তব্য সেই চাপ আরও বাড়াবে বই কমাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.