ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলের কেরিয়ার কি শেষ হয়ে গেল শ্রেয়স আইয়ারের? জানা গিয়েছে, আগামী ৬ মাস লাল বলের ক্রিকেট থেকে ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন তিনি। সেই আবেদন মঞ্জুরও করেছে বিসিসিআই। তবে সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন মিডল অর্ডারের ব্যাটার। ভারত এ দলের অধিনায়ক হিসাবে ঘোষণা হয়েছে শ্রেয়সের নাম।
নাটকের সূত্রপাত মঙ্গলবার থেকে। অজি এ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার কথা ছিল ভারত এ দলের। কিন্তু সেই ম্যাচ শুরুর আগে আচমকাই দল ছেড়ে বেরিয়ে যান শ্রেয়স। জানা গিয়েছে, পিঠের পেশির সমস্যায় ভুগছেন তিনি। যে কারণে চারদিনের বেশি মাঠে থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠছে। যতদিন না তাঁর শরীর বড় ফরম্যাটের জন্য তৈরি হচ্ছে, ততদিনের জন্য বিশ্রাম নেবেন। শ্রেয়স জানিয়েছেন যে, গতবছর একই সমস্যা নিয়ে রনজি খেলেছিলেন। তবে এবার আর সেটা করবেন না।
বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে, শ্রেয়স লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চান। বৃহস্পতিবার এই মর্মে বিবৃতিও জারি করে বিসিসিআই। সেখানে জানানো হয়, ‘আগামী ৬ মাসের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন শ্রেয়স। ব্রিটেনে গিয়ে তিনি পিঠের অস্ত্রোপচার করেছিলেন। কিন্তু সম্প্রতি দীর্ঘতম ফরম্যাটে খেলতে গিয়ে আবারও তাঁর পিঠে সমস্যা দেখা দেয়। সেজন্যই আগামী ৬ মাস ফিটনেস বাড়ানোর চেষ্টা করবেন শ্রেয়স।’ তাই ইরানি কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে তারকা ব্যাটারকে রাখা হয়নি।
লাল বলের ক্রিকেট না খেললেও সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলবেন মুম্বইকর। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারত এ দল, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। ওই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স। আগামী ৬ মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানেও শ্রেয়সকে দেখা যাবে না। হয়তো রনজিতেও তিনি খেলতে পারবেন না। তবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ রয়েছে। সেখানে খেলতে দেখা যেতে পারে শ্রেয়সকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.