ছবি: পিটিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের পরই যে রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ছেদ পড়তে চলেছে সেটা একপ্রকার দিনের আলোর মতোই পরিষ্কার। বোর্ডের একাধিক সূত্র বলছে, রোহিতকে আর চাইছেন না গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেই তাঁকে কেরিয়ারে ইতি টানতে হতে পারে। কিন্তু সেটার চেয়েও চমকপ্রদ বিষয় হল পরবর্তী ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে গম্ভীরের পছন্দের শুভমান গিল যেমন রয়েছেন, তেমনই রয়েছেন গম্ভীরের ‘অপছন্দে’র তারকা শ্রেয়স আইয়ারও।
এটা ঘটনা যে, ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে বর্তমানে খাটাখাটনি করছেন রোহিত। কিন্তু তাঁর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কিংবা খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ‘প্রোজেক্ট রোহিত’ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহল। কেউ কেউ বলছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ পর্ব দেখে নেবে। আগামী অক্টোবরে তিন মাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাবে ভারত। সেই সিরিজে নাকি রোহিতের সামনে সম্মানজনক অবসরের একটা পথ খুলে দেওয়া হবে। যদি তিনি নিজেই ছেড়ে দেন, ঠিক আছে। না হলে পরবর্তী ওয়ানডে সিরিজ থেকে নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে।
কে হতে পারেন নতুন ওয়ানডে অধিনায়ক? দৌড়ে একটা নাম অবশ্যই বর্তমান টেস্ট অধিনায়ক এবং টি-২০ সহ-অধিনায়ক শুভমান গিলের। কিন্তু সর্বভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের দাবি, গিল একা নন দৌড়ে আরও রয়েছেন। এবং ভীষণ প্রবলভাবেই রয়েছেন। তিনি শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত টেস্ট সিরিজের ভারতীয় দলে জায়গা হয়নি। আসন্ন এশিয়া কাপের টিমেও তিনি জায়গা পাননি। তবে ওয়ানডে দলের নিয়মিত সদস্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। তার আগে বিশ্বকাপেও দারুন খেলেছেন। তাছাড়া আইপিএলেও দারুন অধিনায়কত্ব করেছেন তিনি। ২০২৩ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৪ সালে ফাইনালে তুলেছেন পাঞ্জাবকে। তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেখেছে বোর্ড।
যদিও শেষ পর্যন্ত শ্রেয়স ওয়ানডে অধিনায়ক হয়ে গেলে সেটা চমকপ্রদ বিষয়ই হবে। কারণ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর যে শ্রেয়সকে খুব একটা পছন্দ করেন না সেটা কারও অজানা নয়। বরং গিল তাঁর অনেক প্রিয়পাত্র। সেক্ষেত্রে যদি শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করে বিসিসিআই, তাহলে সেটা গম্ভীরকেও বার্তা দেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.