ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ের সেই রাত কার না মনে আছে? সেই ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। স্বাধীনতা দিবসে এক ভিডিও পোস্ট করেন ঋষভ পন্থ। সেখানে দেখা যায় ভারতীয় দল উৎসবের মেজাজে রয়েছে। সেখানেই পন্থকে অদ্ভুত এক প্রশ্ন করে বসেন রোহিত। গোপন কথাটি জানা গেল পন্থের এই পোস্টে।
টিম ইন্ডিয়ার উইকেটকিপারকে কী জিজ্ঞেস করেছিলেন রোহিত? ভিডিও পোস্ট করে পন্থ লেখেন, ‘শুভ স্বাধীনতা দিবস, ভারত। কিছু স্মৃতি গোটা জীবনের সম্পদ। তা চিরকাল আপনার সঙ্গে রয়ে যায়। সবার আগে থাকবে ভারতের হয়ে ট্রফিজয়। ভারতবাসী হিসেবে গর্বিত।’
ওই ভিডিওয় দেখা যায়, রোহিতের হাতে রয়েছে একটা স্ট্যাম্প। হিটম্যানকে দেখে পন্থ প্রশ্ন করেন, “স্টাম্প নিয়ে কোথায় যাচ্ছ?” হিটম্যানের জবাব, “তাহলে কি অবসর নিয়ে নেব? প্রতিবার ট্রফি জিতলে কি অবসর নিয়ে নিতে হবে নাকি?” পন্থ একগাল হেসে উত্তর দেন, “আমি তো তা বলিনি। তুমি আরও খেলো। এটা আমরা সবাই চাই।”
পন্থের ওই ভিডিওয় দেখা যায়, রবীন্দ্র জাদেজা চার মেরে ম্যাচ জেতাচ্ছেন। ড্রেসিংরুমে শুভমান এবং রোহিতের সঙ্গে উল্লাস করার পর মাঠে চলে আসেন পন্থ। সেখানেই সতীর্থদের জড়িয়ে ধরেন তিনি। একেবারে খোশমেজাজে ছিলেন পন্থ। ছিলেন কোহলি, শ্রেয়স, অর্শদীপ, অক্ষর, কুলদীপ, গৌতম গম্ভীরও। উল্লেখ্য, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে থাকলেও টিম কম্বিনেশনের কারণে একটা ম্যাচেও সুযোগ পাননি পন্থ।
Happy Independence Day, India. 🇮🇳
Some moments stay with you forever and winning for India is at the top of the list. Proud to be Indian. 📷🕶️— Rishabh Pant (@RishabhPant17)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.