সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার (Sania Mirza) স্বামী তথা পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের (Shoaib Malik) গাড়ি। রবিবার সন্ধেয় লাহোরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় একেবার দুমড়ে–মুচড়ে গিয়েছে শোয়েবের গাড়িটি। গুরুতর আঘাত অবশ্য পাননি প্রাক্তন পাক অধিনায়ক। সেই খবর নিজেই জানিয়েছেন শোয়েব। তাঁর দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
রবিবার পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) প্লেয়ার্স ড্রাফট ছিল। সেই ড্রাফট শেষ করেই বাড়ির পথে ফিরছিলেন শোয়েব মালিক। তখনই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। একটি রেস্তরাঁর পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে ধাক্কা মারে শোয়েবের গাড়ি। এর ফলে গাড়ির সামনের অংশ একদম দুমড়ে মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার সময় শোয়েবের গাড়ির গতিবেগ অনেক বেশি ছিল। তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। ট্রাকটি দাঁড়িয়ে থাকার কারণেই প্রাণে বেঁচে যান প্রাক্তন পাক অধিনায়ক। কিন্তু গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। মালিক একা নন, গাড়িতে ছিলেন আরেক পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজও। এমনটাই জানিয়েছেন উপস্থিত অনেকেই।
শোয়েব নিজেই জানান, তিনি সুস্থ রয়েছেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তাঁর কোনও বিপদ হয়নি। দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
cricketer car met an accident outside High Performance Centre, after leaving venue. But Alhambulillah is safe
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah)
Shoaib Malik accident
— MrVid (@MrVid6)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.